আমাদের কথা খুঁজে নিন

   

অকবিতা



যে কবিতা লেখার আগেই কলম ভেঙ্গে যায় তাকে আর সদর দরজায় এনে লাভ কি বরং কাগজটা নিয়ে ঝটপট নৌকা বানিয়ে ফেল বাস্তবিক না হোক, কল্পনাতেই না হয় ছুঁয়ে দিও শীতলক্ষার শীতল জল, আকাশ উজাড় করা কোন এক জ্যোৎস্না রাতে এতেও যদি বাঁধ সাধে তবে জ্বালিয়ে দিও ঘরের কোনায় এতদিনকার যত চিরকুট ওগুলোর আর কি প্রয়োজন? অসমাপ্ত কবিতা দেখে ছেঁড়া কাগজেরা ভীষন ক্লান্ত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।