অনুভবের গভীরে ঝড় উঠে।
মন ছুটে চলে পাগলা ঘোড়ার মত।
দুঃখ যত ছিল- আজ বিসর্জিত।
অবসান হবে সব হতাশার।
কষ্টের শেষ হবে একদিন
ফিরে যদি আস আবার।
প্রভাতের আগমনে রাত ফুরাবে
আলো ছুড়ে ফেলে দিবে মলিন আঁধার।
সব পাপ ধুয়ে মুছে যাবে- ভাল যদি বাস আবার।
মিথ্যে গল্প আর লেখা হবেনা।
ছেড়া হবেনা আর পাণ্ডুলিপি।
ক্যানভাসে আর আঁকা হবেনা বালিকার ছবি।
পাশে থাক যদি আবার-
নষ্ট হবেনা কোন আবেগী কবি।
(শাহজাহান আহমেদ)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।