জীবন্ত ঘুড়ি অথবা জীবনতো ঘুড়ি আজ যখন ঘরে ফিরছিলাম, প্রতিদিনের গলি-টা একদম খালি ছিল। পুরোই খা-খা। অথচ এই সময়েই কতটা ব্যস্ত থাকে এই গলি। প্রতিদিনের ভিক্ষুকটাও ও আজ বসেনি। কোন লোক নেই, গাড়ি নেই- কেবল আমি আর গলি! মাগরিবের সময় তখন। শুধু একটা ঘুড়ি উড়ছিল কোন একটা বিল্ডিং থেকে। থাকেনা কিছু উড়ন্ত ঘুড়ি যা কে উড়াচ্ছে দেখা যায়না? - তেমনই। হঠাৎ উড়ন্ত ঘুড়িটা দেখে মনে হল ঘুড়িটা আমার জীবনের মত-ঠুনকো একটা সুতোয় বাধা। কে উড়াচ্ছে দেখা যায়না! নিয়ন্ত্রক দৃষ্টিসীমার বাইরে। আসলেই কী ঘুড়িটা আমার জীবনের মত নাকি আমার জীবনটাই ঘুড়ির মত???
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।