আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিভা ছিল না বিগ বি'র!

ছাত্র থাকাবস্থায়ই কলেজ নাটকে অভিনয়। ছোট ভাই অজিতাভ বচ্চন বলেছিলেন একবার বলিউডে একটু ভাগ্য যাচাই করে দেখতে দোষ কি? প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার মাধ্যমে অনেকেই তো উঠে যাচ্ছে। রাজেশ খান্নাও যে এর মাধ্যমেই চলচ্চিত্রে অভিনয়ের সুযোগটা পান। অনেকটা জোর করেই ভাই অমিতাভ বচ্চনকে প্রতিযোগিতায় ঠেলে দেন অজিতাভ। নিজে ফর্ম এনে পূরণ করে দেন।

কিন্তু, ভাগ্য প্রসন্ন হল না বর্তমান বিগ বি'র। পর্যাপ্ত 'প্রতিভা'র অভাবে 'প্রতিভা অন্বেষণ' থেকে খালি হাতেই ফিরতে হয় বর্তমান বলিউড সম্রাটের।

প্রতিযোগিতায় ব্যর্থ হওয়ার পর অমিতাভ বেশ হতাশ হয়ে পড়েন। বলিউডে নিজের ভাগ্য ফেরাতে গিয়ে শিকার হন উপহাসের। পরিচালকরা অমিতাভের রীতিবিরুদ্ধ চাহনি আর রোগা ও লম্বা ব্যক্তিত্ব নিয়ে রশিকতা করতে ছাড়লেন না।

অনেকে আবার তার চিকন শরীরের জন্য ‘লাকড়ি’ বলেও সম্বোধন করেন।

তারপর তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর লেখা একটি সুপারিশপত্র দিয়ে যোগাযোগ হয় নির্মাতা খাজা আহমাদ আব্বাসের সাথে। ‘সাত হিন্দুস্তানি’ নামে একটি চলচ্চিত্র তৈরি করছিলেন তিনি। গোয়া স্বাধীনতা আন্দোলন নিয়ে নির্মিত ওই ছবিতে সাতজন নতুনকে নেয়া হয়েছিল। সুযোগটা কাজে লাগালেন অমিতাভ।

প্রথম সিনেমাতেই অনবদ্য অভিনয় করে লাভ করেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরষ্কার। তখন প্রতিভা অন্বেষণ'র ঠাট্টা করা অনেক পরিচালকই তার পেছনে হুমড়ি খেয়ে পড়েন। আর পেছনে তাকাতে হয়নি বিগ বসকে। তখনকার সেই বিচারকরা আজ থাকলে হয়ত নিজের ভুলের জন্য নিজেকেই উপহাস করতেন।



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.