বুদ্ধিমানের নরকের থেকে বরং বোকার স্বর্গে বাস অনেক বেশী ভাল। কিন্তুসেই কত কাল ধরে স্বর্গের দরজায় দাঁড়িয়ে আছি। আজও খুললনা।
বোকার হঠাৎ দেকার শখ হইল প্রতিভা নিয়ে প্রতিভাথরেরা কি বলে। একি .......
প্রতিভা একভাগ প্রেরণা আর নিরানব্বইভাগ কঠোরপরিশ্রম
-------এডিসন।
লুকানো প্রতিভা কখরই সুনাম অর্জন করতে পারেনা।
----------ইরাসমাস।
ভলটেয়ার সাহেব আবার এটা কি বলেন,
প্রতিভা বলে কোন জিনিস নাই পরিশ্রস কর, সাধনা কর, পরিভাকে অগ্রাহ্য করতে পারবে।
এরিস্টটল কিন্তু সত্যি আসল গোপন কথাটা কইছেন,
[সাইজ=3]পাগলামির মিশ্রন ছাড়া কোন প্রতিভা থাকতে পারেনা। [/সাইজ]
হায়রে প্রতিভাবানরা প্রতিভা র বিকশিত রুপ দেখার পর কতই না বকবক করেছেন।
ভয় পাবার কিছু নাই বিখ্যাত লেখক জোনাথন সুইফট ও বলেছেন,
যখন বিশ্বে একটা সত্যিকারের প্রতিভার আবির্ভাব ঘটে, তাকে তুমি এই লক্ষণ দ্্বারা চিনতে পার যে স্থুল বুদ্ধির ব্যক্তিরা তার বিরূদ্ধে সব একজোট হয়েছে।
আমগো নবেল বিজয়ী রবী বাবু(রবীন্দ্রনাথ ঠাকুর)ও বোন বিষয়ে কম যাননা, তার মতে, প্রতিভা মানুষের সমস্তটা নহে, তাহা মানুষের এক অংশ মাত্র। প্রতিভা মেঘের মধ্যে বিদ্যুতের মতো, আর মনুষ্য ত্বচরিত্রের দিবালোক, তাহা .সর্বত্র ব্যপী ও স্থির । প্রতিভা মানুষের সর্বশ্রেষ্ট অংশ আর মনুষ্যত্ব জীবনের সকল মুহূর্তেই সকল কার্যে আপনাকে ব্যক্ত করিতে থাকে। প্রতিভা অনেক সময় বিদ্যুতের ন্যায় আপনারা অংশিকতাবশতই লোকচক্ষে তীব্র তররূপে আঘাত করে এবং চরিত্র মহত্ব আপনার ব্যপকতা গুণেই প্রতিভা অপেক্ষা ম্লানতর বলিয়া প্রতীয়মান হয়।
কিন্তু চরিত্রের শ্রেষ্টতাই যে যথার্থ শ্রেষ্টতা. ভাবিয়া দেখিলে সে বিষয়ে কাহারও সংশয় খাকিতে পারেনা।
তবে কেন পতিভাধরদের চরিত্রে র কলংক নিয়ে এত গল্প পুথিবদ্ধ হয়ে ওঠে। কে জানে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।