আমাদের কথা খুঁজে নিন

   

দুর্নীতিতে ব্যস্ত চুনোপুটি পুলিশ সদস্যরা।

বিশ্বটাকে সুন্দর করে সাজানোর জন্যই এত কথা বলি.. । সকালে গিয়েছিলাম ময়মনসিংহ জেলা আদালতে। অনেকক্ষণ দাড়িয়ে দাড়িয়ে দেখলাম পুলিশের খেলা! কিভাবে মানুষের সাথে ব্যবহার করতে হয়, অসহায়,গরীবদের শোষন করতে হয় তা তারা শিখে ধরে রেখেছে সেই ব্রিটিশ আমল থেকে এখন পযর্ন্ত। ময়মনসিংহ জেলা আদালতের গারদখানা( যেখানে অস্থায়ী ভাবে আসামীদের এনে রাখা হয়) । ভিতরে আসামীদের সাথে দেখা করার জন্য আত্বীয়দের কাছ থেকে জন প্রতি ১০০ টাকা নেয়া হচ্ছে ।

পুরু টাকাটায় পাহারায় থাকা পুলিশ সদস্যরা ভাগ করে নেয় । দেখা করতে আসা লোকদের সাথে খারাপ ব্যবহারো করতে দেখা যাচ্ছে । যদি একজন আসামীর জন্য টিফিনকারীতে ভাত আনা হয় তাহলে ১০০ টাকা দুই টিফিনকারী হলে ১৮০ টাকা। ১ টাকাও কম না। কম টাকা নিয়ে পাহারায় থাকা পুলিশের পিছনে অনেককে ঘুরতে দেখলাম।

কিন্তু কে শুনে কার কথা! দুর্নীতি করতে ব্যস্ত চুনোপুটিরা । এই চিত্র প্রতিদিনের। এভবেই ছোট ছোট দুর্নীতি এক বড় গাছে রুপান্তরিত হচ্ছে। অথচ- এখানে টাকার বিনিময়ে আসামীদের সাথে দেখা করতে দেয়ার কোন নিয়ম নেই। বি.দ্র. সাধারন মোবাইলে ছবিটি তোলা ।

কষ্ট করে দেখেন । পুলিশদের পাশে দাড়িয়ে সকালে ফেসবুকে পোস্ট করেছিলাম। পুলিশরা টেরো পায় নি! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.