আমাদের কথা খুঁজে নিন

   

দুর্নীতিতে অভিযুক্ত ফিলিপাইনের সাবেক সেনা প্রধানের আত্মহত্যা



অনলাইন ডেস্ক | তারিখ: ০৮-০২-২০১১ ফিলিপাইনের সাবেক সেনা প্রধান জেনারেল এঞ্জেলো রিয়েস আজ মঙ্গলবার গুলি করে আত্মহত্যা করেছেন। সম্প্রতি তাঁর বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রিয়েস আজ সকালে রাজধানী ম্যানিলায় তাঁর মায়ের সমাধিতে যান। এরপর তাঁর সন্তানকে গাড়িতে তুলে দেওয়ার পরই তিনি নিজেকে গুলি করেন। পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

সম্প্রতি দেশটির সংসদীয় তদন্ত দল তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শুনানি করে। রিয়েসের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার থেকে ১০ লাখ ডলারেরও বেশি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। দেশটির সামরিক বাজেটের এক সাবেক কর্মকর্তা ওই শুনানিতে জানান, রিয়েসসহ আরও কয়েকজন প্রভাবশালী সামরিক কর্মকর্তা তাদের ব্যক্তিগত স্বার্থে রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ আত্মসাত্ করেছেন। জেনারেল রিয়েস ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট এস্ত্রেদার সময়ে প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তখন তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

—বিবিসি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.