আমাদের কথা খুঁজে নিন

   

দুর্নীতিতে জর্জরিত তাই সমীক্ষায় ভয় কংগ্রেসের, অভিযোগ বিজেপির

ভারতে কংগ্রেসের প্রাক নির্বাচনী সমীক্ষা নিষিদ্ধ করার দাবি নিয়ে রাজনৈতিক দ্বন্দ্ব চরমে। প্রধান বিরোধী দল বিজেপির অভিযোগ, একের পর এক দুর্নীতিতে জড়ানোর মতো ঘটনা থেকে শুরু করে নানা জনবিরোধী সিদ্ধান্ত নিয়ে সাধারণ মানুষের সমর্থন হারিয়েছে কংগ্রেস। আর তাই প্রাক নির্বাচনী সমীক্ষা নিষিদ্ধ করার দাবি জানাচ্ছে তারা। যদিও বিজেপির এই অভিযোগ উড়িয়ে দিয়েছে কংগ্রেস।

২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে সবরকম প্রাক নির্বাচনী সমীক্ষা যেন নির্বাচন কমিশন নিষিদ্ধ করে দেয় নির্বাচন কমিশনকে লেখা কংগ্রেসের এমন চিঠিকে কেন্দ্র করেই বিতর্কের শুরু। সোমবার এই চিঠির কথা জানাজানি হতেই চরমে ওঠে রাজনৈতিক দ্বন্দ্ব।

এদিকে, প্রাক নির্বাচনী সমীক্ষা নিষিদ্ধ করার ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী  তথা গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীও। এ প্রসঙ্গে মোদী ব্লগে লিখেছেন, যে সরকার প্রাক নির্বাচনী সমীক্ষা  নিষিদ্ধ করার মধ্যে দিয়ে জনমতকে অস্বীকার করতে চায়, সেই সরকারকে ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.