আমাদের কথা খুঁজে নিন

   

ন্যায় বিচারের ধরণ, বাংলাদেশ স্টাইল

ফেসবুকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি বুয়েট শিক্ষকের সাত বছরের কারাদণ্ড সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রভাষক হাফিজুর রহমানকে সাত বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ‘রাজনৈতিক বিবেচনায়’ প্রত্যাহার এক মাসের মাথায় আরেক খুন আসামি সেই যুবলীগ নেতা এক মাসের মাথায় আরেক খুন আসামি সেই যুবলীগ নেতা "« আগের সংবাদ পরের সংবাদ» টাঙ্গাইলে ‘রাজনৈতিক হয়রানিমূলক’ বিবেচনায় যুবলীগের এক নেতার একটি হত্যা মামলা প্রত্যাহারের এক মাসের মাথায় তাঁর বিরুদ্ধে আরেকটি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এর পর থেকে তাঁকে এলাকায় দেখা যাচ্ছে না। টাঙ্গাইল শহরের বিশ্বাসবেতকা এলাকায় গত রোববার বিকেলে দেলোয়ার হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় ওই রাতেই জেলা যুবলীগের সদস্য আতিকুল ইসলামকে প্রধান আসামি করে মামলা হয়েছে। টাঙ্গাইল সদর থানায় মামলাটি করেছেন নিহত দেলোয়ারের বাবা শুকুর মাহমুদ। তিনি অভিযোগ করেন, ছাত্রদলের নেতা রেজাউল করিম হত্যা মামলা ‘রাজনৈতিক হয়রানিমূলক’ বিবেচনায় প্রত্যাহারের কারণে আতিকুল আবার খুন করতে উৎসাহ পেয়েছেন। পুলিশ সূত্র জানায়, টাঙ্গাইল শহরের বিশ্বাসবেতকা এলাকার আবদুর রহিমের ছেলে আতিকুল তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর নামে টাঙ্গাইল সদর থানায় হত্যা, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১০টি মামলা রয়েছে।

২০০৪ সালের ১৪ নভেম্বর রাতে টাঙ্গাইল জেলা ছাত্রদলের নেতা রেজাউল খুন হন। পরদিন আতিকুলকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন রেজাউলের বাবা আবদুস ছাত্তার মোল্লা। "---------------------- ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.