লাইনে আসুন, নইলে........... ‘তিন রাউন্ড গুলি খেয়ে তেইশ জন মরে যায়, লোকে এত বজ্জাত হয়েছে! স্কুলের যে ছেলেগুলো চৌকাটেই ধসে গেলো, অবশ্যই তারা ছিল সমাজবিরোধী। ও দিকে তাকিয়ে দ্যাখো ধোয়া তুলসীপাতা উল্টেও পারে না খেতে ভাজা মাছটি, আহা অসহায় আত্মরক্ষা ছাড়া আর কিছু জানে না বুলেটরা। দার্শনিক চোখ শুধু আকাশের তারা বটে দ্যাখে মাঝে মাঝে। পুলিশ কখনও কোনও অন্যায় করে না তারা যতক্ষণ আমার পুলিশ।’ শঙ্খ ঘোষের কবিতা ‘ন্যায় অন্যায় জানিনে’।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।