আমাদের কথা খুঁজে নিন

   

ন্যায়, ন্যায়, এবং ন্যায়

হ্যা আমি সেই সত্যবাদীকে সত্যবাদী মনে করি ন্যায় এর অনুসরণ ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। কোন ব্যক্তি, পরিবার, সমাজ বা দেশ পারেনা, যে কারণে হার্ভার্ড ল স্কুল ন্যায় সংক্রান্ত কোরআনের একটি অসাধারণ আয়াতকে গ্রহণ করে নিয়েছে। http://library.law.harvard.edu/justicequotes/explore-the-room/west/ সেখানে ইংরেজিটি দেয়া। বাংলা করলে হয় - " হে মুমিনগণ! তোমরা ইনসাফ প্রতিষ্ঠাকারী হয়ে যাও আল্লাহর সাক্ষিরূপে, যদিও তা তোমাদের নিজেদের বিরুদ্ধে কিংবা পিতা-মাতা ও আত্মীয়-স্বজনের বিরুদ্ধে হয়। সে ব্যক্তি (যার বিরুদ্ধে সাক্ষ্য দেয়ার আদেশ করা হচ্ছে) যদি ধনী বা গরীব হয়, তবে আল্লাহ উভয় প্রকার লোকের ব্যাপারে তোমাদের চেয়ে বেশি কল্যানকামী।" (মুফতি তাকি উসমানী কৃত তাফসীরে তাওযীহুল কুরআন থেকে - মাকতাবাতুল আশরাফ প্রকাশিত)। একেবারে আরবীটা জানলে যে মজা পাওয়া যাবে সেটা যদিও অনুবাদে পাওয়া সম্ভব না। তাছাড়া অনুবাদে অনুবাদে ভিন্নতা হয়ে যায়। যাইহোক আসল কথা হল - জাতি হিসেবে আমাদের ন্যায়ের অনুসরণ শিখতে হবে, সেটা নিজের দল, চেতনা, ধর্ম, দেশ, পরিবার যার বিরুদ্ধেই যাক। আমাদের অতটা পরিণত হতে আর কতদিন লাগবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.