আমরা বিভিন্নজনের কাছে একটা প্রশ্ন শুনি - ট্রাইবুনাল ন্যায় বিচার করবে - প্রভাবমুক্ত থাকবে - কিন্তু কেন? রাজাকারদের বিচার যেভাবে খুশী হোক - রায় একটাই - ফাসি। আওয়ামিলীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনা হয়েছে - রাজাকারদের ফাসি দেবার জন্য। তাদের দুই তৃতীয়াংশ সাংসদ। আইনের প্রয়োজন হলে তা তৈরীতে তাদের বাধা কোথায়? সব ক্ষমতা দেয়া হয়েছে আপনাদের - এটা বাস্তবায়নের জন্য। কোন অজুহাত দেখানোর জন্য নয়। এই সহজ ব্যাপারটা বুঝতে আমাদের এত কষ্ট হচ্ছে কেন? এই চিহ্নিত রাজাকাররা তো ন্যায় অন্যায় ভাবেনি। আমরা সভ্য বলে ভাবতে পারি। কিন্তু কেন জানি মনে হয় এখানে এই রাজাকারদের একদিন বেশী বাচিয়ে রাখাই অসভ্যতা। গত প্রায় সাতদিন ধরে শাহাবাগ এবং সারা দেশে মানুশ এই একই কথা বলছে। আর কিভাবে বললে আমাদের নেতারা শুনবেন?!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।