আমাদের কথা খুঁজে নিন

   

নিঃসঙ্গতা

ঠিক যেখানে দিনের শুরু অন্ধ কাল রাত্রি শেষ মন যত দূর চাইছে যেতে ঠিক ততদূর আমার দেশ । এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক । দুপুরের তপ্ত আলো আমার ভালো লাগেনা ভালো লাগেনা সুনীল আকাশে ভেসে বেড়ানো শুভ্র মেঘের ছোটাছুটি । একাকীত্বের তীব্র যাতনা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে অলস দুপুর কেটে যাচ্ছে ক্লান্ত রাতেরাও ভোর হচ্ছে শুধু আমার একাকীত্ব্বই দীর্ঘস্থায়ী কতদিন আমি ঘরছাড়া, কতমাস শুধু শূন্যের সাথেই আমার বসবাস নিজের সাথে কথা বলি নিজের সাথেই যুদ্ধ করি । তাই তো বলি নিঃসঙ্গতা তুমি এক সাংঘাতিক জড়তা আমাকে না দাও এগুতে, না পেছাতে সময়টা থমকে দাড়ায় পুরনো স্মৃতিরা করে তাড়া, বারে বারে ফিরে আসে মন থেকে মুছে গিয়েছিল যারা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।