আমাদের কথা খুঁজে নিন

   

নিঃসঙ্গতা

আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে। যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না

রাতঃ তুমি জেগে আছ কেন? নিঃসঙ্গতাঃ তোমার জন্যে। রাতঃ আমি তোমার কে? নিঃসঙ্গতাঃ তুমি আধারে পথ চলার সঙ্গী। রাতঃ আমাকে এত আপন ভাবো কেন? নিঃসঙ্গতাঃ আমার বেদনার মুহুর্তে তুমি সুখের ঠিকানা। রাতঃ আমি তোমাকে সুখ দিতে পারিনা।

নিঃসঙ্গতাঃ তুমি দিতে পার নিরবতা। রাতঃ নিরবতায় তোমাকে কষ্টের স্মৃতিগুলো কাদায় :’( নিঃসঙ্গতাঃ তুমি আমার চোখের পানি আড়াল করে ফেল। তাইতো কেউ দেখতে পারেনা। রাতঃ আমার বুকে শান্তি পাও? নিঃসঙ্গতাঃ হুম,তোমার বুকে মাথা রাখতে দিবে? রাতঃ হুম,এসো! নিঃসঙ্গতাঃ সত্যি তুমি আমার পরম বন্ধু। তোমার সাথে মিশে আমি একাকার।

আমাদের বন্ধুত্ব ”নিঃসঙ্গ রাত”।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।