আমাদের কথা খুঁজে নিন

   

নিঃসঙ্গতা



এক. একফোঁটা জলজ মোহর চোখ থেকে ঝড়ে পড়ে নীরবে যদি কেউ পান করে জীভের আদর। গোপনে লুকিয়ে থাকা তাই ভুলে থাকা গোপন ব্যথার গান... দুই. গোপনে পাঁজর ভেঙে গেল পুজোর ঘন্টা বাজিয়ে শিশিরের ঝড়ে পড়া নীরবতা নিয়ে। যে তোমারে ডেকেছিল ছুঁয়ে কোমল মুখ আর চুল আজ তার ভাঙা কন্ঠে- নেই অলৌকিক জোছনাময় তারা... তিন. অবশেষে ভেঙে পড়েছিল বিশ্বাসের কঠিন দেয়াল ঝড়ে পড়ে পাখির বাসা আর নিতান্তই অবহেলায় বেড়ে ওঠা বাহারীলতার ঝাড়। ভিনদেশী পাখি হয়ে উড়ে গেল মৌসুমী বাতাসের আহবানে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।