আমাদের কথা খুঁজে নিন

   

নিঃসঙ্গতা



সরব জীবনে নীরব পায়চারী করে- অজানা জগতের দিকে নিজ থেকে দূরে; প্রতিটি মুহূর্তে ধাবিত হচ্ছি মোরা- পিছনে ফেলে দুনিয়ার হিংসা-বিদ্বেষ-ঝগড়া। নিজেরই অজান্তে চুম্বক-আকর্ষণে; অবতীর্ণ হতে এক অচেনা-অজানা মহারণে- দিগ্বিদিক শূন্য করে আজ চলছি ছুটে- আকাঙ্খা-উৎসাহ সব যে আজ নিমিষে যায় টুটে। চোখ বেয়ে আজ নামছে জল- একদিন হয়তো শুনবনা, এই পাখির কলকল। জানি, জীবনের নিঃসঙ্গতায় জীবনের বড় ড়র- তবু বিদায় দিয়ে একে অপরকে করব পর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।