নিশীথদা লিখলো : তোকে
খুব একা একা লাগলো এবার ।
বারীণদা বললো : নিজেই নিজের
মধ্যে মজে আছিস । এছাড়া উপায় কি ?
তার মানে বারীণদাও ।
তার মানে নিশীথদাও ।
দাউ দাউ করে বেড়ে উঠছে একাকীত্ব ।
উপায়টুপায় নিয়ে তেমন ভাবিনি কখনো ।
শুধু রাতদিন সৃজনে থেকেছি,
স্বমেহনে নিজেকে নিংড়ে নিংড়ে
যেটুকু আনন্দ আর আবেশ নির্মাণ ।
বাকি সব কেমন নিস্প্রান আর অবান্তর
মনে হয় আজকাল সম্পর্ক, মানবজন্ম,
ক্ষয় ও খর্খর যত সামাজিকতার.......
১১ পৌষ ১৪১৭
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।