রামকানাই পন্ডিত তবে কি এভাবেই কাটবে সময়? নীরবতায়! বিচ্ছিন্নতা ক্রমেই অসহনীয় হয়ে উঠছে, মৌনতায় দগ্ধ অবিরত। তবুও, জীবন তো থেমে নেই- চলছে,সময়ের সাথে তাল মিলিয়ে । ব্যস্ততা্র মাঝে সারাটা দিন, জেগে থাকা রাতগুলো এখোনো সমাপ্তি টানে- ভোরের রংহীন আলোয় । হয়ত বড্ডো একা, কখনো নিরস নিঃসঙ্গতা, কিন্তু তবুও- হৃদয় কোনে সে দু’টি চোখের ভাষাহীন অস্থিরতা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।