আমাদের কথা খুঁজে নিন

   

নিঃসঙ্গতা।

http://www.paybox.me/r/rihan

শান্ত রজনীর আঁধারের হাহাকার, তবুও থেমে নেই জমে জওয়া জলে ব্যাঙেদের ভাষাহীন চিৎকার, থেমে নেই নাইট-গার্ড এই মধ্য রজনীতেও- একটা নিশাচর লালচে কুকুর সংগী তার, হেঁটে হেঁটে রাস্তার এ মাথা হতে ও মাথা অবধি, জানিয়ে যায় বাঁশির বিদীর্ন চিৎকারে, তোমরা ঘুমাও, আমি আছি, আমি পাহারাদার। নিশাচর এই আমি তবু জেগে থাকি একা, চেয়ে থাকি জানালার গ্রিল ধরে রাতের আকাশের দিকে, মিটিমিটি জলে আর নিভে দুএকটা অস্পষ্ট তারা। নিঃসঙগতার ভারে বিষণ্ণ মন ছুটে যায় আমার প্রিয়ার কাছে, সামান্য একটু আশ্রয়ের খোঁজে, হায় আমার প্রিয়াও জেগে নেই, তাকে ছুঁয়ে যায়নি নাইট-গার্ড এর হুঁশিয়ারি, কিংবা জমে যাওয়া কান্না-- আমার নিঃসঙ্গতার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।