আমাদের কথা খুঁজে নিন

   

নিঃসঙ্গতা



আমি নিজেকেই ভালবাসি ভালবাসি নিঃসঙ্গতা । ভালবাসি অন্তহীন চলার পথে নিজেই নিজের সঙ্গি হতে। তোমরা যখন হারিয়ে যাও প্রিয়ার হাত ধরে কোন এক অচেনা রাজ্যে। কিংবা পথের শেষ খুজতে খুজতে হারিয়ে যাও অসীম শূন্যে। তখন নিজেকে খুব একা মনে হয় রিক্ত , নিঃষ অসহায় মনে হয় নিজেকে। তোমরা কেউ যদি হাত ধরে বলতে সঙ্গি হবে আমার ? সমূদ্র তলদেশ হতে তোলা রঙ্গীন ফুল দিয়ে বরন করতাম তোমায়। একাকী এই আমি হতাম পৃথিবীর সব চাইতে সুখি মানুষ। পরক্ষনেই আবার মনে পড়ে নিঃসঙ্গতাই তো আমার প্রিয়। আমিতো নিঃসঙ্গতাকেই ভালবাসি ভালবাসি একাকিত্ব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।