স্বপ্নে বিজিত
-কালো পিঁপড়া
খুব সকালেই প্রস্তুত হয়েছিলাম
ফসলের মাঠে কুয়াশা ফুঁড়ে হাঁটব বলে ।
মনের তীব্র ইচ্ছা, অঙ্গ-প্রত্যঙ্গের অসাড়তার কাছে
হার মানতে বাধ্য হল ।
দাঁতে ঠোঁট কমড়ে লেপের তলায় পড়ে রইলাম,
ঠিক কোন সময় ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই
তাই স্বপ্নের শুরুটাও বলতে পারছি না ।
চার ফুটের মত লম্বা একটা তলোয়ার হাতে দাড়িয়ে আমি
কী কারনে এত উন্মত্ত হলাম কে জানে ?
প্রায় হাজার খানেক সকালের লাল সূর্য
অবলীলায় কেঁটে কেঁটে পৃথক করে ফেললাম –
তবু আমি যেখানটায় দাড়িয়ে ছিলাম; নিকষ কালো ।
আমি ছুটছি, আমি ছুটছি; পায়ের নিচে
জ্বলন্ত কয়লার মত পথ আগলে আছে সূর্যের টুকরোগুলো ।
সমগ্র পৃথিবী আমার পদানত
হাজারো পর্বত, গিরি-সঙ্কট, সাগর, মরুভূমি
কিচ্ছু বাদ রাখিনি; আমি সর্ব বিজেতা
শুধু একটি জিনিস, যা এখনও জয় করা হয় নি আমার –
নারী ! মাত্র অর্ধহাত বামে যে শুয়ে আছে ।
স্বশস্ত্র আমি যেখানে, শক্তিশালী আমার স্বপ্নে
বহু আগে থেকেই তা যেন তার বাস্তবতা ।
কোন মাথা-মুন্ডু বুঝে ওঠার আগেই স্বপ্ন ভেঙ্গে গেল
তবু আজকের এই স্বপ্ন
কেন জানি অন্যদিনের চেয়ে ভিন্ন ছিল ।
গাঁ থেকে লেপ সরাতেই কারণটা বোঝা গেল
আমার পাশে সে নেই –
সেখানে পড়ে আছে চার ফুটের এক তলোয়ার
যার সারা শরীর রক্তে মাখা ।
আমি সেটা মুঠোয় পুরতে চাইলাম
হাত নিথর হয়ে রইল ।
চিৎকার করে কাউকে ডাকতে চাইলাম
আমার স্বর মুক্ত হল না ।
আমি প্রাণ নিয়ে জেগে উঠতে চাইলাম
কিন্তু চোখ জাগল না ।
ব্যাপারটা বুঝে উঠলাম যখন
ততক্ষণে আমি মৃত ।
আমি তাকে জয় করতে পারিনি
তাই সে আমাকে জয় করল । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।