আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নে আমি কে

স্বেচ্ছাচার না করা গেলে তারে স্বাধীনতা বলে না। স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারের অধিকার। স্বপ্নে কোনো নাম নেই স্বপ্নে আমি শিরোনাম ছাড়া যার স্বপ্ন দেখি তার হয়ে দেখি নাকি আমি সে-ই? আলো হোক অন্ধকার তীব্র নাকি মৃদু কোনটা? দিন রাত্রি দুপুর মধ্যাহ্ন সন্ধ্যা সাঁঝকাল অথবা বিকাল ভোর সব পরিণাম ছাড়া। এই টিলার উপরে আমি বসে আছি বসেই থাকছি আর এক স্বপ্নে উবে গিয়ে ফের দেখি অন্য স্বপ্নে নিজেকেই? নাকি শুধু পরিপার্শ্ব দেখি? উঁচু নিচু রাস্তা দেখি হঠাৎ উঠেছে আর পড়ে গেছে ধুপ করে নিচে কোনো সন্ধ্যবেলা জর্জরিত অল্প আলো নিরব পাড়ায়। বাড়ি দেখি গাড়ি কম নাকি নেই-ই? স্বপ্নে আমি কোনোদিন গাড়ি দেখি নাই। স্বপ্নে আমি অতি উচ্চ ছাদ থেকে পড়ে যাই শব্দহীন বাতাসতাড়িত দেখি নৌকা করে যাচ্ছি আমি পড়ে যাওয়া থেকে নৌকা কীভাবে বদলায় তার দৃশ্য নাই [...] [পুরা লেখার লিংক: স্বপ্নে আমি কে / .bratyaraisu.com]

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।