আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নে

বাংলার আলো-জলে ধূলো মেখে বেড়ে ওঠা মুক্তি একটা স্বপন ডান দিক দিয়ে যায়। আরেকটা যায় বায়ে। মাঝখানে জাল ফেলেছি স্বপ্ন ধরব বলে। স্বপ্নগুলো কলকলিয়ে উঠল জালের নিচে। কিছু স্বপ্ন উড়ে গেল নেচে নেচে আকাশে দোয়েলের মতো করে শিষ কেটে বাতাসে । কিছু স্বপন লুটিয়ে পড়ে জড়িয়ে ধরে হাটুর নিচে খোয়াবগুলো বের হয়ে যায় মুঠ ফসকে নাগাল ছেড়ে। স্বপনগুলো ঝড়ে পড়ে চিবুক ছুঁয়ে গরম জলে স্বপ্নগুলো ভিজে গেছে দহন দাহে নোনা ঘামে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।