আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নে স্বপ্নভঙ্গ

http://www.myspace.com/423882880/music/songs/31785002 উল্লেখিত ছবিটি দেখুন বন্ধুরা। এটি একটি আমদানীকৃত শিশুপণ্য। "বাংলাদেশের বৃহত্তর রিটেইল শপ" -এর দাবীদার এবং "চলুন এগিয়ে যাই" স্লোগান সর্বস্ব মেগাশপ "স্বপ্ন" থেকে গতকাল এই পণ্যটি আমি ক্রয় করি। আপনারা লক্ষ্য করে থাকবেন পণ্যটিতে দুই দুইটি প্রাইস ট্যাগ। একটি স্বপ্নের রেগুলার ট্যাগ (২১০ টাকা, ভ্যাট ছাড়া), অন্যটি রিট্যাগ।

আমাকে পে করতে হয়েছে রিট্যাগের মূল্যটি (২৩৬ টাকা, ভ্যাট ছাড়া)। স্বপ্ন কর্তৃপক্ষ বলছেন "সবকিছুর দাম বেড়েছে। তাই আমদানীকৃত শিশুপণ্যের দামও বেড়েছে। " আমি বললাম, "রিট্যাগিং করা হলো কেন? পুরানো দামের ওপর নতুন দামের স্টিকার চেপে দেয়ার মানে কি? মানে, এটা পুরানো স্টকের জিনিস। আর, দাম বাড়লে এখানে নতুন দামের ট্যাগ হবে, ডাবল ট্যাগিং হবে কেন? আমার কাছ থেকে তাহলে পুরানো দামই রাখা হোক! একই মার্কেটে অভিন্ন পণ্যের দাম ভিন্ন হতে পারেনা! (সমজাতীয় শপে)" স্বপ্নের চাকরি-ভীত কর্মচারী তরুণগুলো আমাকে শেখানো ব্যাখ্যা দেয়ার চেষ্টা করলো, আমি তাতে মোটেই আশ্বস্ত হতে পারলাম না।

আমি কি করে আশ্বস্ত হবো? আমি কি জানি, কোনটার দাম আসলেই বেড়েছে, কোনটা কমেছে? স্বপ্ন কি সেই সুযোগই নিলো না? থাইল্যান্ডের এই পণ্যের দাম হবে বাংলাদেশী টাকায় ১২০-৩০টাকা। দেশের মার্কেটে এর খুচরা মূল্য ১৮০ টাকা। আর স্বপ্ন আমাকে স্বপ্ন দেখাচ্ছে ২৩৬ টাকার ( ভ্যাট ব্যতীত)। এমন হলে, বাংলাদেশ নিয়ে এরপর আর স্বপ্ন দেখতে ইচ্ছে করে বলুন? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।