আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নে আসা একটি পরী......

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ!
যে পরীটা স্বপ্নে আসে তোমার, সে পরীটাই স্বপ্নে এসে আমার,উড়েই গেলো.... কলেজ মাঠের রাস্তা ধরে গোসল সেরে সেই পরীটা আসে, পরীর গায়ে জলের কনা ভাসে। তারা দাদার লোভী চোখে লালা ঝরে,এমন করে- যেমন হলে পরীর ডানায় শ্যাওলা ধরার কথা। ভাগ্য ভাল এই পরীটা পাহাড় ছড়ার ছোট্ট বেলার খেলার সাথি ছিল, ভিজে ভিজে জন্ম গেল... ভিজে ভিজেই জন্ম বলে,সকাল বিকাল মেঘ টাঙানো রোদের গাড়ি কিমবা রাত্রি জুড়ে চাঁদ ভ্যাঙানো আলোকচাপার টানাটানি সইতে পারে খুব। পায়রা ওড়ার টালবাহানায় হাতের ছায়ায় মিষ্টি হাসি লুকিয়ে রাখে, ভুলকি দিদির ঐ হাসিটা চুরিয়ে নেবার ইচ্ছে ছিল, জোৎস্না পুড়ে যে পরিটার জন্ম হল.... হাসি কি আর যেমন তেমন অঙ্গে থাকে!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।