আমাদের কথা খুঁজে নিন

   

গুঞ্জন

মত প্রকাশের স্বাধীনতা মানে মিথ্যার প্রতিষ্ঠা নয় নীশীথ লগনে যবে এসেছিলে মোর পাশে প্রিয় ---- ডাকিয়া সেদিন কহিল শশী আলোক ছড়ায়ে সারা নিশি তোমার গৃহের পূর্ণিমা থেকে আমায় একটু আলোক দিও । বিমোহিত হাওয়া থমকে দাঁড়ায়ে কহেছিল মোর কানে, তোমার আলয়ে এ কোন সমীর দোলা দিয়ে যায় মনে । স্তব্ধ রাতের অবোধ তারা শুধায় মোরে ডাকি , ‘‘পথ হারায়ে স্বর্গ তোমার গৃহে নেমে এল নাকি ?‘‘ রাত জাগা সব পাখিরা বলে শুনতে পাচ্ছ ভাই? তোমার আলয়ের সুমধুর সুর আগে তো শুনি নাই। চুপি চুপি এসে ভোরের শিশির আমায় বলে যায় , ভোর হলেই চলে যেতে হবে ---- তাই বিলাপ পড়ে হায় ! তোমার পানে চেয়ে থাকে যেন সারাকাশ প্রতিক্ষণ, তুসি এসে, তুমি এসেছ, চারিদিকে গুঞ্জন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.