স্বনাম ধন্য স্কয়ার ঔষধ কোম্পানীর মালিক স্যামসন এইচ চৌধুরী তার এক সাক্ষাতকারে বলেছিলেন আমার স্বপ্ন ছিল দেশকে স্বয়ং সর্ম্পূন দেখা অনেকে হয়ত বিশ্বাস করেছেন তার কথা কিন্তু আমার হয়নি কারন কোম্পানীর এন্টাসিড সিরাপের দাম ৩৫টাকা থেকে একলাফে ৬৫ টাকা করেছে এটা কী রকম দেশ প্রেম? আসলে ওনি নিজের পকেট ভারী করার ধান্দায় ছিলেন বলে এত বড় লোক হতে পেরে ছিলেন । আমার এক কলিগ অনেক আগে বলেছিলেন যে যত বড় শিক্ষিত সে তত বড় দূনীতিবাজ, যেমন দেখেন শেয়ার মাকের্টের টাকা যারা মারল তারাতো শিক্ষিত আবার বড় বড় প্রজেক্ট এর দায়িত্বে আছে তারাও শিক্ষিত যেমন পদ্মা সেতু নিয়ে যা হচ্ছে এর সব কিছুর সাথেইতো শিক্ষিত লোক জড়িত । চিনি ডাল আটা পিয়াজ ব্যবসার সাথে যারা জড়িত সকলেই শিক্ষিত । আসলে আমাদের শিক্ষার মাঝেই মনে হয় গলদ আছে না হলে শিক্ষক ছাত্রীকে কীভাবে ধষর্ন করতে পারে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।