আমার অবস্থা- কবি কবি ভাব- শুধু কাব্যের অভাব। যখন কবি কবি ভাব-গদ্যেরা পদ্য হয়ে ধরা দেয়, যখন কাব্যের অভাব-পদ্যরাও গদ্য হয়ে যায়.........। আমি এক বেহায়া নির্লজ্জ, শত অপমানও আমি করে যাই নীরবে সহ্য। কাঁটাতারে ঝোলে যখন আমার বোনের লাশ, করে যাই তাও সহ্য নাই কোনো দীর্ঘশ্বাস! অত্যাচারিত যখন আমার ভাইয়ের উলঙ্গ দেহ , কষ্ট পাইনা তাতেও যেন আমরা কেহ! স্বাধীন নাকি আমরা নিয়ে কাঁটাতারের বেড়া, স্বাধীনতার তরে রক্ত দিতে যে আমরা সেরা। "রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ্" রক্ত দিয়েছি আজো দিচ্ছি হয়তো আরো দেবো জানিনা, কত রক্তের বিনিময়ে, প্রকৃত স্বাধীনতা পাব? -- সাদেকুর রহমান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।