আমাদের কথা খুঁজে নিন

   

কাঁটাতারে বাধা স্বপ্ন............

...........অন্তরালে থাকব, তবুও ভাববো তোমায়......ভাববো তুমি ছিলে আমার কবিতার বনলতা সেন......

লক্ষীছাড়া মনটা আমার কতটা আনন্দে কতটাই না বা কষ্টে কতদূর চলে যেতে চায় বাঁধনহীন থেকে কষ্ট করতে চায় দূর থেকে তোকে দেখে তোকে ভেবে তোকে পাবেনা বলে তোর কি ভাবনা আসেনা একটুও...? কত বেদনার মাঝে আমার মুখে থাকে হাসি কতটা ব্যথায় বুকে আমার হাতুড়ি ভাঙ্গে প্রতিনিয়ত কতদিন থেকেছি পথ চেয়ে তোর একটি আদরমাখা ডাক সেটাই তো আমার পরম পাওয়া আমি চাইনি বেশি কিছু চেয়েছি শুধু পরম ভালবাসায় তুই মাথায় হাত বুলিয়ে দিবি ছলনাতে নয় সরলতার মূর্তি হয়ে তুই থাকবি সারাক্ষন আমার মাঝে আমি মরে যেতে চাইব হারানোর ভয় থাকবে আমার মাঝে ...............কত সুন্দর একটা কষ্ট ভাবতেই ভাল লাগে............।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.