আমাদের কথা খুঁজে নিন

   

কাঁটাতারে বেধে রাখা কুৎসিত ভন্ডামি মানবতা

জিনিয়াস কিংবা এক্সট্রা-অর্ডিনারি না হতে পারার দূ:খ কখনই আমাকে কষ্ট দেবার সুযোগ পায়নি আর আমি সাধারনের মাঝে একজন একজন অতিসাধারন, আমার মেধাবি গাধা হবার কোন ইচ্ছা নাই। আর এভাবেই আমি কাটিয়ে দিতে চাই আমার জিবন্টা, আমি নীল আমার এই আমাকে নিয়ে অনেক সুখি।

একটা রাইফেল, একটা সীমান্ত একটা ভিনদেশি বুলেটের আততায়ী অনুপ্রবেশ প্রবেশ, কাটারের বেড়ায় ঝুলছে কিশোরীর লাশ, ধর্ষিত পতাকায় অক্ষম দীর্ঘশাশ, ফেলানি আমার ভোগলিক সীমান্তে লুণ্ঠিত জাতীয়তা, কাঁটাতারে বেধে রাখা কুৎসিত ভন্ডামি মানবতা, ফেলানি আমার কুৎসিত মতিত্রের বেশ্যা প্রবিতি, ভাঁড়ামির বন্ধুত্বের দন্ডিত জাতির পতাকা, তবু জেনে রাখিস ফেলানি, বন্ধুত্ব করেছিলাম ভালবাসায়, একাত্তরের অভিধান আমি এখনও বেচিনি আজ বাতাসে লাশের গন্ধ, বারুদের গন্ধ, আজ আমি মাটিতে নগ্ন মিত্তুর নিত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজ আমি ঘুমের ভেতরে, এই দেশ কি ভুলে গেছে সেই দুর্সপ্নের রাত ? রক্তাত্ত রাত ? রক্তের কাফনে মোরা লাশ কুকুরে খেয়েছে যারে ? সে আমর মা, সে আমার ভাই, সে আমার বোন, সে আমার প্রিয়তম পিতা, আমার বন্ধু, স্বাধীনতা একি তবে নষ্ট জন্ম ? একি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল ? জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুড়নো শুঁকুন, বাতাসে লাশের গন্ধ আছে, মাটিতে লাশের গন্ধ এখনোও আছে, ফেলানি তোর লাশের গন্ধে চুপ মেরে থাকে দেশের সম্ভ্রম, আমিও ওদের মত নিলজ্জ একজন, ক্ষমা করে দিও ফেলানি...... ১৬ কটি জনতা তোকে বাঁচাতে পারেনি .............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.