আমাদের কথা খুঁজে নিন

   

খোকা

জ্যোৎস্না রাতে জানালাটা খোলা মা-যে থাকে তাকিয়ে মনের ভেতর ছবি আঁকা হয় যেন এক আঁকিয়ে। খোকা ছিল তাঁর সেই খোকা নেই গেল কই হারিয়ে যুদ্ধের কথা মনে আসে আজ সবকিছু ছাড়িয়ে। মাথা-ব্যান্ডেজ রক্ত জামায় মা ওঠে যে আঁৎকে খোকাকে কেড়েছে মনে পড়ে যায় ভয়াবহ রাতকে। জ্যোৎস্না-আলো খোকা যেন আসে উঠানটা মাড়িয়ে চুপি চুপি বলে-- ‘আমি আছি পাশে এই দেখ দাঁড়িয়ে’।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।