সমস্ত প্রাগ কথন,,অনির্ধারিত কিছু শব্দ.. দ্রোহের বাড়ি মামার বাড়ি যাচ্ছে ছুটে ছুটির গাড়ি, হাসছে দেখ মাতাল হাওয়া মাঝ রাত্তির সময় পারি। রিক্সা চলে মচ মচ, রাজাকারের খচ খচ, বৃষ্টি পরে রোদটা ঝরে চল যা্ই চল শাহাবাগে। ঘুড়ি ওরে মাঠের পাশে ছোট মামা শ্লোগান ধরে, ওরে ভাগনে এদিকে আয় চল যাই চল জনস্রোতে। দিন গেলে পর সন্ধ্যা হলে উঠোনেতে মাদুর পরে, জনাকজ্বলা তালপাখাতে ঘুমোতে যা্ই চাঁদের দেশে। পাখি যখন ডাকে ভিষন ভোর বেলাতে একি মিশন, জয় বাংলার নতুন খোকা এ যে দেখি মুক্তি যোদ্ধা। আমি তখন ক্রদ্ধ চিৎকার বাংলা মাগো দেশটা আমার, যারা বেড়াল যেও বনে বসে থাকো ঘরের কোনে। আমি খোকা বোকা নাকো মামা তুমি বিড়াল নাতো, শাহবাগে যাবই আমি আমি জন্ম,দ্রোহ জানি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।