আমাদের কথা খুঁজে নিন

   

গাড়ি চলে আইডিয়ার উপর!!



আমাদের গাড়ির পাইলট শহীদ, ড্রাইভিং করে ঠিকই তবে নিজেকে ড্রাইভার হিসেবে পরিচয় দিতে তার অনেক র্কাপণ্য। কারন সে নিজেকে শিক্ষিত অর্থাৎ এস এস সি তে স্টার মার্ক পাওয়া স্টুডেন্ট কিন্তু ভাগ্য দোষে ড্রাইভার, তাই নিজেকে অত্যন্ত শিক্ষিতই ভাবে। টুক টাক ইংলিশ ও ঝারে। ওর আগের বস ছিল ফরেনার তার সাথে থেকে থেকে ভালোই ইংলিশ শিখেছে। এস এস সি ষ্টার তার উপর ইংলিশে জাহাজ ওতো নিজেকে অন্য কিছু ভাবতেই পারে!! আমি কোম্পানীতে জয়েন করার পরেই এম ডি সাহেব দ্বায়িত্ব দিলেন টোটাল মার্কেট ঘুরে ব্র্যান্ড ডিমান্ড তৈরী করতে।

আমিও সপ্তাহে দুদিন করে মার্কেটে ঘুরছি কিন্তু ড্রাইভার পছন্দ হয়নি শুধু পাকনামি করে। আমাদের সাথে অনুমতি ছাড়াই লাঞ্চে বসে যায়, হাত দিয়ে ইশারা করে ডাকে, ডিরেক্টরদের নাম ধরে ভাই ভাই করে। আমি চরম বিরক্ত। ওহ নিজেই নিজের পরিচয় দিতে লাগলো এস এস সি তে ষ্টার মার্কস পয়সার অভাবে পড়ালেখা হয় নাই নইলে ওহ আজকে বড় অফিসার থাকতো ইত্যাদি ইত্যাদি। আমিও হজম করতে লাগলাম।

অফিসে বলে অন্য গাড়ি নিলাম ড্রাইভিং পছন্দ হয়নি,দেখলাম শহীদ কথা বেশি বললেও গাড়ি ভালো চালায়। অবশেষে শহীদই হয়ে গেল আমার ভরসা। ইতিমধ্যে কিভাবে যেন জেনে গেল আমি থিয়েটার করি,মডেলিং ও টিভি নাটকের সাথেও সম্পৃক্ত ব্যস এখন সে গাড়ি চালায় আর বলে বস নাটকে একবার চান্স নিয়ে দেন দেখবেন ফাটাইয়া হালামু। আমিও আরেক পাগল ওরে একটা ক্যারেক্টর সিলেকশন করে দিলাম বললাম অভিনয় করে দেখাওতো ওহ ঠিকই অভিনয় করে দেখাল। আমি এবার কিছুটা ইমপ্রেস ওর উপর মনে হলো নাহ পারবে।

আমিও ভাবছি ওর থেকে একটা চান্স নেব বললাম শহীদ আমিতো গলি টলি দিয়ে গাড়ি ড্রাইভিং করতে পারি বড় রাস্তায় ভয় ভয় লাগে তো কিছু টেকনিক শিখিয়ে দাও। বলল বস আপনি সবসময় ১০ থেকে ১২ হাত দুরুত্বে গাড়ি ড্রাইভ করবেন এতে সামনের গাড়ি ব্রেক করলে আপনার গাড়ি নিরাপদ থাকবে। ওভার টেকিং কিভাবে? আপনার সামনে গাড়ি থাকলে মাঝে মাঝে ডানে চেপে দেখবেন কোন গাড়ি আছে কিনা না থাকলে স্পিড বাড়িয়ে চলে যাবেন। আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা তুমি কি কোন ট্রেনিং নিয়েছো ড্রাইভিং এর উপর, ওহ বলল না। তাহলে? ওহ বলল বস ডাইভিং হলো টোটাল আইডিয়ার উপর!! আমি তো ভয় পেয়ে গেলাম বেটা কয় কি? আমার সাথে এ্যাড ফার্মের মালিক ও তার এক প্রতিনিধী ছিলেন তারাও ভরকে গেলেন।

ওর কথায় বুঝলাম আমাদের দেশে কেন এত বেশি এক্সেডেন্ট হচ্ছে, কেন সরাসরি মানুষ চাপা দিচ্ছে গাড়ি!! আসলে আমাদের দেশে শহীদের মতো ৮০ ভাগ ড্রাইভারই আইডিয়ার উপরই গাড়ি চালাচ্ছে তাই অহরহ হচ্ছে দূর্ঘটনা। আইডিয়ার উপর গাড়ি চালাই তত্ব শোনার পর ওনেক বেশি রাস্তা পারাপারে সতর্ক হয়ে গেছি ১৫ থেকে ২০ হাত দূরে থাকলে রাস্তা পার হই। রাস্তায় উঠলেই বিষয়টা মাথায় ঘুরপাক খায়। ওহ আরেকটা ঘটনা ঘটে গেল শহিদ গত ১১ই ডিসেম্বর অফিসের কালচারাল প্রোগ্রামে বাদ্যের সাথে গান গাইবে বলে আমার কাছে বায়না ধরল। আমিতো শুনে চোখ কপালে উঠালাম মান ইজ্জত এই বুঝি যাবে বড় বড় শিল্পিরা স্টেজ মাতাচ্ছে আর সেখানে গাইবে ওহ গান।

আমি কোনভাবেই পাত্তা দিলাম না ব্যপারটা। কিন্তু ওতো অন্ন চিজ ও হাল ছাড়লো না আমার পিছু পিছু হাটে আর বলে বস একবার চান্স দেন না। ওর জ্বালায় শেষ পর্যন্ত মার্কেটিং চিফ এর অনুমতি নিয়ে স্টেজে উঠালাম পাশাপাশি ওস্তাদ বাবুল ভাইকে বললাম ভাই একটু চালাইয়া নিয়েন। কিন্তু একি!! সবাইকে অবাক করে গানে মাতিয়ে দিল। পরিচালক (মার্কেটিং) সাহেব ১০০০ টাকার নোট বুক পকেটে গুজিযে দিলেন আরো একজন দিলেন ২০০ টাকা, হাতে তালিতো আছেই।

গর্বে চোখে পানি চলে আসলো। মার্কেটিং বস বললেন এখন আর শিল্পী ভাড়া করতে হবে না শহীদতো ভালোই গায়। আমি মুচকি হাসলাম । সবাইকে দোয়া করতে বললাম, মজা করে বললাম শহীদের গান যাদের ভালো লেগেছে তারা যেন ওরে এস এম এস করে কিন্তু অতিথি সারি থেকে সবাই বলল কত নাম্বারে এস এম এস করব আমি বললাম পরে জানানো হবে। আজ থেকে আবার ও আমাকে জ্বালাচ্ছে ওই গানটার ভিডিও সিডি ওকে দিতে হবে।

সে তার বউকে দেখাবে, বউ বিশ্বাস করে না যে সে আসলেই ভালো গান গাইছে!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.