আমাদের কথা খুঁজে নিন

   

গাড়ি চাই ই চাই

মহাসাধক কিছুদিন পরপর পত্রিকায় রিপোর্ট দেখি প্রশাসনে পদোন্নতি নিয়ে খুব হম্বি তম্বিত। পাইনি পাইনি বলে মাতম। অনেক প্রমোশন দেয়া হল। এখন পদ নেই। আবার মাতম।

তাই আগের পদেই অনেকে দায়িত্ত পালন করছেন। তারপরেও আবার রিপোর্ট নিচের পদে কাজ করতে হচ্ছে বলে হাহাকার চারিদিকে। তার চেয়ে বেশি আক্ষেপ দেখি রিপোর্টারের, গাড়ি প্রাধিকার প্রাপ্তরা গাড়ি পাচ্ছেননা কেন এই নিয়ে তার চিন্তার শেষ নেই। আসল কথা হল প্রমোসন যেহেতু দিলেন আমার পাওনা গাড়ি দেন, সুযোগ দেন, বেশি মানুষ স্যার কয় এমন পোস্ট দেন। আর কিছু চাইনা।

না হলে সব মন্ত্রনালয়ের যে কোন পদে তার কাজ করতে পারেন, ভুমি হোক, কৃশি হোক, ধর্ম হোক, বিজ্ঞান হোক, সব তরকারির আলু। বিচার বিভাগ আলাদা হওয়ায় তাহাদের মাথায় আকাশ ভেঙ্গে পড়ে, হায়রে চাকরির মজা শেষ। তবু বাচোয়া ভ্রাম্যমান আদালত বলে কিছু আছে। সেখানে থেকে হামকো তোমকো করা যায়। অথচ অনেক ক্যাডারের কর্মকর্তারা আছেন যারা পদোন্নতি কাকে বলে তাই ভুলে যান।

যাই হোক সচিব পদটি রাজনৈতিক হওয়াই ভালো। গাড়ির কোন চাকা সমস্যা করলে পুরো গাড়িই চআলাতে সমস্যা হয়। তাই রাজনৈতিক ভাবে নিয়োগ দেয়া হলে যদি মন্ত্রিরা কাজ করা সহজ হয়, তবে তাই করা উচিৎ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.