আমাদের কথা খুঁজে নিন

   

ইরানকে কোনঠাসা করার কাজে ভারতকে ব্যবহারের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র : অরুন্ধতি রায়

ভারতের প্রখ্যাত লেখিকা অরুন্ধতি রায় বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানকে কোনঠাসা করার কাজে ভারতকে ব্যবহারের চেষ্টা করছে। আজ হায়দ্রাবাদে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, বর্তমানে ইন্দো-মার্কিন সম্পর্কের যে কথা বলা হচ্ছে তা একটি সাজানো নাটক। ইরানকে একঘরে করার মার্কিন প্রচেষ্টায় ভারতকে সম্মত করা এবং সেইসঙ্গে চীনকে একহাত দেখে নেয়ার জন্য এ নাটক মঞ্চায়িত হচ্ছে। বুকারজয়ী লেখিকা ও কলামিস্ট অরুন্ধতি রায় আরো বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে দেশটিকে কীভাবে আরো কোনঠাসা করা যায় বা হামলা চালানো যায়- সেটি এখন যুক্তরাষ্ট্রের মাথাব্যাথার কারণ। একইভাবে, পশ্চিমা পুঁজিবাদী ব্যবস্থার জন্য চীনের অর্থনীতি একটি হুমকি হয়ে ওঠার কারণে চীনকেও শাস্তি দিতে চায় ওয়াশিংটন।

স্বাধীনচেতা সমাজকর্মী হিসেবে পরিচিত অরুন্ধতি বলেন, যুক্তরাষ্ট্র সন্ত্রাস বিরোধী যুদ্ধে পাকিস্তানকে নিজের মিত্র বানালেও দেশটিকে দুর্বল করে দেয়ার জন্য সেদেশে গৃহযুদ্ধ ছড়িয়ে দিয়েছে। ওয়াশিংটন এখন ওই একই নীতি অনুসরণ করে ভারতের বন্ধু সেজে নয়াদিল্লিকে চীনের বিরুদ্ধে লেলিয়ে দিতে চায়। ভারতও যুক্তরাষ্ট্রের দাবিগুলো একের পর এক মেনে নিয়ে ওয়াশিংটনের কাছ থেকে পরমাণু চুল্লি কেনা থেকে শুরু করে বিদেশি বিনিয়োগ গ্রহণের প্রস্তাব পর্যন্ত পাশ করেছে। হায়দ্রাবাদের অনুষ্ঠানে অরুন্ধতি রায় আরো বলেছেন, ১৯৮৯ সালের আগ পর্যন্ত ভারত ছিল জোট নিরপেক্ষ আন্দোলনের সক্রিয় সদস্য। কিন্তু বর্তমানে দেশটি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয়েছে।

একদিকে নয়াদিল্লি ওই দু'দেশের কাছ থেকে সমরাস্ত্র কিনছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র নিজেকে কঠিন অর্থনৈতিক অবস্থা থেকে বের করে আনার কাজে যুদ্ধ এবং অস্ত্র ব্যবসাকে কাজে লাগাচ্ছে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.