আমাদের কথা খুঁজে নিন

   

ইরানকে হুমকি দেয়ার মতো ঔদ্ধত্য দেখানোর কথা কেউ চিন্তাও করতে পারবে না : আহমাদিনেজাদ



সূত্র : রেডিও তেহরান ইরানের প্রেসিডেন্ট ড. মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, বিশ্বের কোনো দেশই ইরানকে হুমকি দেয়ার মতো ঔদ্ধত্য দেখানোর কথা চিন্তাও করতে পারবে না। আজ ইরানের সংসদের সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে তিনি এই মন্তব্য করেছেন। জনাব আহমাদিনেজাদ একই সাথে গত ত্রিশ বছর ধরে শত্রুদের সকল ধরণের হুমকি প্রতিরোধ করার জন্য ইরানের জনগণের ভূয়সী প্রশংসা করেছেন। জনাব আহমাদিনেজাদ পরিস্কার ভাষায় বলেন, গত তিন দশক ধরে ইরানের মুসলিম জাতি বিশ্বের কোনো দেশের জন্য হুমকি হয়ে দেখা দেয় নি বা বিশ্বে কোনো ধরণের উত্তেজনা সৃষ্টি করে নি। জনাব আহমাদিনেজাদ নতুন মনোনীত তিন মন্ত্রীর পক্ষে নিজ বক্তব্য সংসদের কাছে পেশ করেন। ইরানের সংবিধানের নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট মন্ত্রীদের নিয়োগ দেয়ার পর তা সংসদ কর্তৃক অনুমোদিত হতে হবে এবং প্রেসিডেন্টকে এই মন্ত্রীদের পক্ষে সংসদে বক্তব্য পেশ করতে পারবেন। তিনি তার মনোনীত মন্ত্রীদের জন্য এক ঘন্টা বক্তব্য দিতে পারবেন। সংসদ পরে তিন মন্ত্রীর পক্ষে আস্থা ভোট প্রদান করেছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.