কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....
পারমানবিক শক্তির অধিকারী কে না হতে চায়। সবাই বর্তমান পৃথিবীর জ্বালানী সংকট হইতে উত্তরনের জন্যে পারমানবিক শক্তি নিয়ে গবেষনা এবং ক্ষেত্র বিশেষে তার ব্যাবহার নিশ্চিত করতে চায়।
আই ই এ ই ই অ ইইইইইই তাদের সফরশেষে আবার বিশ্ব রাজনীতিতে কোন মেরুকরন হয় ভেবে পাই না। আচ্চা সত্যিই করে বলেন তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ কি সত্যিই সত্যিই শেষ হয়েছে। মঞ্চে শুধু নায়ক আর ভিলেনের পালা বদল হয়েছে।
আগে জেনে রাখি পারমানবিক শক্তি কি। উন্নত বিশ্ব যে পারমানবিক শক্তি নিয়ে গবেষনা করছে তা কি সত্যিই পারমানবিক। না বোমা গবেষনা। এক দেশ আরেক দেশ কে বোমা মেরে গুড়িয়ে দেয়ার গবেষনা।
আসলে কি সেই পারমানবিক? তা কি সত্যিই মানূষের পক্ষে তৈরী করা সম্ভব।
অসম্ভব।
কারণ বিগব্যাংক যে শক্তিতে তৈরী হয়েছিল তার শক্তি এখনো বিদ্যমান। ক্রমপ্রসারিত মহবিশ্বকে প্রসারিত করছে একটি এটমিক এনার্জি বা অন্য কোন মহাপারমানবিক শক্তি যা কখনো শেষ হয় না।
তাদের মিথ্যা গবেষনার তথ্য দিয়ে বিশ্ব বাসিকে বিভ্রান্ত করছে। যদি সেই শক্তি আবিস্কার করা যেত ,তাহলে দ্বিতীয় বিশ্ব যুদ্ধে হিরোসিমা নাগাসাকিতে ব্যাবহুত সেই পারমানবিক বিস্ফোরিত শক্তি এখনো বিদ্যমান থাকার কথা।
আমরা মানূষকুল সবাই সেই পারমানিক উপাদানের একটা শক্তিশালী অংশ। মানূষ সৃষ্টির পর থেকে ক্রম প্রসারিত হচ্ছে। কখনো সংকুচিত হওয়ার সম্ভাবনা নাই। বিস্ফোরনের মাধ্যমে ক্রম প্রসারমান শক্তিই পারমানিক শক্তি অর্জনের মূল উপাদান হওয়া উচিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।