হিন্দু না ওরা মুসলিম ঐ জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মা'র আমি ধর্মানুভূতি জিনিসটাকে সমর্থন করি এবং ধর্মানুভূতির প্রতি সম্মানপ্রদর্শন করা উচিৎ মনে করি। তবে ধর্মানুভূতির প্রতি সম্মানটা মানুষের প্রতি সম্মান এই ধরে নিয়ে করি। 'কোন বিশেষ ধর্মানুভূতি' যদি আর দশটা মানুষরেই অসম্মান করে তাইলে অবশ্য নির্দ্বিধায় সেই ধর্মানুভূতিরে অসম্মান করা যাইতে পারে, এতে কারো আপত্তি থাকলে জানাইবেন। ধর্মীয় শ্রেষ্ঠত্বের সাথে সম্পর্কৃত ধর্মানুভূতি এহেন ধর্মানুভূতির পর্যায়ে পরে, আস্তিক নাস্তিক নির্বিশেষে বহু ধার্মিকের মাঝে এই জাতীয় ধর্মানুভূতি আছে, যারে অসম্মান করা জায়েয আছে।
ইতিপূর্বে ব্লগের অনেক নাস্তিক বন্ধুকে বলেছি যে ধর্মানুভূতি জিনিসটাকে ঠুনকো ধরে নিয়ে অবজ্ঞা করা উচিৎ না।
সমালোচনার জন্যে যুক্তিই যথেষ্ট, সিরিয়াস বিষয়ে ঠাট্টা তামাশা দরকার নাই। আরজ আলীরে কেউ জারজ আলী কইলে আমি আহত হই, সুতরাং আল্লাহ পাকরে আল্লাহ ফাক অথবা মহাম্মদরে মহাউম্মাদ কইলেও আমার আপত্তি আছে। স্যাটায়ারএর নাম নিয়া অসম্মানরে জায়েয করার কোন মানে হয়না।
কিন্তু আমার আজকের প্রশ্নগুলা নাস্তিক বন্ধুদের উদ্দেশ্যে না, বরং ব্লগে যারা ধর্মানুভূতির পক্ষে কথা বলেন এবং বলছেন তাদের উদ্দেশ্যেই। সাম্প্রতিক কালে বাংলাদেশের আদালতকেও দেখা গেছে কিছু ফেসবুক পেইজ এবং একটি ওয়েবসাইট বন্ধ করে ধর্মানুভূতি! রক্ষায় আগায়া আসতে।
আমার প্রশ্নগুলা হইলো যে-
১। অনলাইনে ইসলাম ধর্মীয় সমালোচনামূলক ওয়েবসাইট, ব্লগ, ফেইসবুক পেইজ আপনের ধর্মানুভূতিকে আহত করছে। কিন্তু অনলাইনে আদীগন্ত ছড়ায়া ছিটায়া থাকা পর্ণ সাইটগুলা আপনের ধর্মানুভূতিরে কেন আহত করছেনা। আমি এখন পর্যন্ত কাউরে বলতে দেখলাম না 'অমূক পর্ণ সাইট আমার ধর্মানুভূতিরে আহত করেছে, সুতরাং এটা নিষিদ্ধ করা হউক'।
২।
'মুহাম্মদ বিলাই' শব্দটা আপনের ধর্মীয় অনুভূতি আহত করে। কিন্তু 'হুসেইন মুহাম্মদ এরশাদ' শব্দটায় আপনের ধর্মীয় অনুভূতি আহত করেনা কেনো?
৩। কেউ ইসলামরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ জীবন বিধান মানতে অস্বিকার করলে এবং এর শরিয়তএর মধ্যযুগীয় সীমাবদ্ধতা তুলে ধরলে আপনের ধর্মীয় অনুভুতি আহত হয়। তাইলে, সূদনির্ভর ব্যাংকিং ব্যবস্থা ব্যাবহার করার সময়, আধুনিক সংবিধানকেন্দ্রীক আইন ব্যবস্থার সুবিধা নেয়ার সময় এমনকি ধর্মানুভূতি রক্ষায় আধুনিক আদালতের সরণাপন্ন হওয়ার সময় আপনের ধর্মানুভূতি আহত হয়না কেনো?
৪। ব্লগের নাস্তিকদের 'খানকির পোলা' বলে গালি দিলে, তাদের মা বোনদের বলাৎকার করতে চাইলে, ব্লগে ১৮প্লাস পোস্ট পরলে, সংসদে অকথ্য গালাগালি হলে, রাজনৈতিক নেতা থেকে শুরু করে আমলারা পাহারসম দুর্নিতি করলে, শেখ হাসিনা এবং খালেদা জিয়া জনগণের সাথে হাজারটা মিছা কথা কইলেওও দেখিনাই এখন পর্যন্ত কাউরে কইতে 'আমার ধর্মানুভূতি আহত হইছে'।
যদিও আমার জানামতে এইগুলা সবই ইসলাম ধর্মবিরোধী কাজকর্ম। তাইলে এইসবে আপনের ধর্মানুভূতি কেনো আহত হয়না?
আমার কাছে উত্তর আছে। কিন্তু আপনাদের উত্তর শুনতে চাই। যদি আমারটার চেয়ে ভালো হয় তাইলে আমার উত্তর দিমুনা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।