ধেয়ে আসছে 'মহাসেন' কিম্বা 'জামালা' । উপকুলের জনপদ ধ্বংস করে দিতে পারে, আপনার সখের সাজানো বাড়ীটি ভেঙ্গে গুঁড়িয়ে দিতে পারে।
আপনি কি এই জন্য 'মহাসেন' কিম্বা 'জামালা' কে মৃত্যুদন্ড দিতে পারবেন বা দেবেন নাকি আপনার ঘরটি মজবুত করে, নিরাপদ জায়গায় বানাবেন?
গত বছর এক বদ ইহুদি প্রিয় নবীজি (দঃ) কে নিয়ে মহা উস্কানিমূলক এক সিনেমা বানালো--তার উদ্দেশ্যই ছিল মুসলিম বিশ্বে একটা হানাহানি লাগুক--আর অবাক হয়ে দেখলাম সেই ফাঁদে দেশে দেশে মুসলমানরা পা দিল আর নিজেদের মধ্যেই মারামারি কাটাকাটি করে ধ্বংযজ্ঞ চালালো। এক পাকিস্তানেই বোধ করি এই সহিংসতায় মারা গিয়েছিল ৩৫ জন। এটা কি মূর্খতা নয়? কেও চাইল আর আপনাকে ফাঁদে ফেলে দিয়ে নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি লাগিয়ে দিল?
আবার দেখলাম ভিন্ন চিত্র--- হাজার হাজার জনতার সামনে শত শত কোরান হাদিস পুড়িয়ে ফেলা হল দেশের প্রধান মসজিদের সামনে (৫ মে, ২০১৩) কিন্তু আশ্চর্যজনক ভাবে কারো ধর্মানুভূতিতে সামান্যতম আঁচড়টিও লাগল না সেদিন--কাউকেই শুনলাম না এবার কারো ফাঁসী চাই তে, কিছুদিন আগে দেখলাম পবিত্র কাবা শরীফের গিলাফ নিয়ে যুদ্ধাপরাধী বাঁচাতে জঘন্য মিথ্যাচার করলেন 'আমার দেশ' এর সম্পাদক মাহমুদুর রহমান--যাদের ধর্মানুভূতি শুকনো পাতার মতো মরমরিয়ে ভেঙ্গে যায় সেই তওহিদী জনতা, ইসলামের হেফাজতকারীরা তাঁর প্রশংসায় পঞ্চমুখ! হায়রে ভণ্ডামি !!
ধর্মানুভূতি যাদের মাটির হাঁড়ির মতো যখন তখন ভেঙ্গে যায় তাদের ঈমান খুব দূর্বল।
ধর্ম এক কঠিন বিশ্বাসের নাম---যা মেরে ফেললেও ভাঙ্গার কথা নয়। অতএব এই সব ভাঁউতা রেখে সবাই নিজের নিজের ধর্মীয় অনুভূতি শক্ত রাখুন যেনো সামান্য কথায় বা কারো লেখায় সেটি ভেঙ্গে চুড়ে খানখান না হতে পারে।
ধর্মবিশ্বাস এবং পালন মানুষের মৌলিক অধিকার । আমি নিজেও পছন্দ করিনা কেউ কারো ধর্মানুভূতিতে আঘাত দিক---সবাইকে সচেতন হতে যেমন বলি--তেমনি বলি এই পৃথিবীতে কোন কিছুই সমালোচনার উর্ধে নেই, আপনি আমি চাই বা না চাই যে কোন বিষয় বা বিশ্বাস নিয়ে সমালোচনা হবেই----এই সব সমালোচনার বিপরীতে প্রত্যেকের ধর্মানুভূতি আরো মজবুত হোক যেন কথায় কথায় সেই অনুভূতি ভেঙ্গে চুড়ে না যেতে পারে।
আপনিও অন্য ধর্মের সমালোচনা ছেড়ে দিন---কারো মাটির মুর্তি পুজাকে নিয়ে জঘন্য সমালোচনা ছেড়ে দিন--যার যার ধর্ম তার তার কাছে শ্রেষ্ঠ।
আসুন সবাই সবার ধর্ম এবং বিশ্বাস কে সম্মান করি---তাহলেই কেবল শান্তি আসতে পারে আমাদের পৃথিবীতে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।