আমাদের কথা খুঁজে নিন

   

মিশন কেওকারাডং

এই নিয়ে চার বার পোস্টটি দিলাম। অথচ নানা ঝামেলায় পোস্টটি পাবলিশ হচ্ছে না । আর তাই সেসব গোছানো লেখা বাদ দিয়ে আবার শুরু করলাম। যাই হোক ২০১০ সালের শেষ দিকে ডিপার্টমেন্টের বন্ধুরা মিলে কেওকারাডঙ গিয়েছিলাম কিন্তু পোস্ট দিতে পারছিলাম না এখন যদি পোস্টটি পাবলিশ হয়। আমরা ১০ জন মিলে ঢাকা থেকে চিটাগাং মেইল ট্রেনে ঢাকা ছাড়লাম।

এইডা আমগো ট্রেনের ছবি............ বন্ধু ছাদ্দামের গায়ে এক মহিলা ঘুমিয়ে পড়ছে........ পরদিন চট্টগ্রাম স্টেশনে নেমে বহদ্দারহাট থেকে বান্দরবান। আর দুপুরের খাবার স্থানীয় বাসস্টান্ডে খাবার পরে গাড়িতে করে কাইক্ষঝিড়ির উদ্দেশ্যে যাত্রা করলাম আমরা। বাসের ছাদ থেকে কাইক্ষঝিড়ি যাবার পথে......... বাসের ছাদ থেকে সাঙ্গু নদী দেখা........... সন্ধ্যা হয়ে গেল এবার ট্রলারে করে রুমা বাজার যাবার পালা............... এইডা আমার বন্ধু তুলছে................. ওইদিন রাতে হোটেল কেওকারাডঙ্গে থেকে পরদিন সকালে চান্দেরে গাড়িতে বগা লেকের উদ্দেশ্যে যাত্রা.............. দীর্ঘ যাত্রার পর বগা লেক পৌছলাম আমরা......... দেখে চোখ জুড়িয়ে গেলো ................. এবার তাহলে একটু পানিতে দাপাদাপি হয়ে যাক............ বিকেলে আমরা চিংড়ী ঝর্ণা দেখতে গেলাম। যাবার পথে গাছে পাকা পেপে দেখে আর তর সইলো না ঝটপট গাছে চড়ে পেপে পেড়ে ফেললাম। এবার খাওয়ার প্রস্তুতি............. চিংড়ী ঝর্ণা........ গোধুলীর বগা লেক............. পরদিন কেওকারাডঙ্গ যাবার পথে............. ছুয়ে দেখবেন নাকে মেঘ.............. আমাদের কেওকারাডঙ্গ বিজয়য়ের ধারণ পর্ব............. কেওরাডঙ্গ থেকে......... এই দুইডা বোনাস.............।

ভালো থাকুন সবাই ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।