আমাদের কথা খুঁজে নিন

   

মিশন ২০৪১



২০০৮এর জাতীয় সংসদ নির্বাচনের সময় লীগের ইশতেহারে ছিল মিশন ২০২১, লীগের কির্তীকলাপ দেখে সচেতন দেশবাসী মনে করেছিল হাসিনা যেভাবেই হোক ২০২১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেই, তারই ধারাবাহিকতায় ৫ই জানুয়ারী প্রহসনের নির্বাচন বিশ্বের কাছে বাংলাদেশকে কলংকিত করল হাসিনা তথা লীগ সরকার। যদিও ঐ পাতানো নির্বাচনের পূর্বেই ১৫৩জন সিলেকশনে পাশ করিয়ে সরকার গঠন করার মত মেন্ডেট পূর্বেই তৈরী করে নিয়েছিল। তখন অনেককেই বলতে শুনেছি-

১। বিয়ে বহির্ভুত সন্তান যদি জারজ হয়, নির্বাচন বহির্ভুত ১৫৩জন জারজ এমপি

২।

এই প্রহসনের নির্বাচনের সাথে যারা জড়িত, তাদের সকলকে ৩০০ আসনের পক্ষ থেকে মৌখিকভাবে ৩০০ জুতার বাড়ি দিয়েছে সচেতন দেশবাসী।

এখন সবার মুখে শুনা যাচ্ছে হাসিনা কি সত্যিই ২০৪১ সাল পর্যন্ত যেভাবেই হোক ক্ষমতায় থাকবেই ? তাদের তথাকথিত মিশন ২০৪১ এর জন্য। আসুন একটা অংক করি -
ধরুন হাসিনার বয়স ৬৯,
এখন ২০১৪ - ২০৪১ = ২৭ বছর বাকি।
হাসিনার বর্তমান বয়স৬৯+২৭ = ৯৬ বছর।
অর্থাৎ মিশন ২০৪১ এর জন্য হাসিনাকে সুস্থ্য সবল ও সক্ষমভাবে কমপক্ষে ৯৬ বছর পর্যন্ত বাঁচতে হবে।



আমরা জানি, বাংলাদেশের মানুষে গড় আয়ু প্রায় ৭০ বছর। হাসিনা কি আমৃত্যু ক্ষমতায় থাকবেন এবং তিনি যদি এর পূর্বে অক্ষম হোন বা মৃত্যু(স্বাভাবিক) হয়। তাহলে কি তার প্রতিবন্ধি ছেলেকে বাংলাদেশের ক্ষমতায় বসানো হবে ? বাংলাদেশ কি রাজতন্ত্রের দিকে যাচ্ছে ?

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।