আমাদের কথা খুঁজে নিন

   

মিশন সোনারগাঁও



সিদ্্বান্ত শুভর। সম্মতি সাদিকের। মিশন সোনারগাঁও। মাত্র গতকাল জানাল সাদিক। আমার কিছুতে না নাই।

অফিস থেকে ছুটি নিলাম। সকালে সাদিক আর আমি কমলাপুর থেকে শুভরে রিসিভ করলাম। সাদিক বাকীবিল্লারে ফোন করল। আমি কৌশিকরে। বাকীবিল্লাহ বিছানা ছাড়ে নাই।

কৌশিক অফিসবন্দী। সো..। শুভ এসে পৌছালে গুলিস্তান টু সোনারগাঁর গাড়ীতে উঠে পড়ি। শুভ মাতিয়ে রাখতে পারে। সাদিকের সিংহপুর থেকে আনা কোয়েলহোর ইলেভেন মিনিটস ও রাদুগার পঞ্চাশজন সোভিয়েত কবি বই দুটি আমাদের সঙ্গীহল।

কৌতুহল হচ্ছিল শুভর ব্যগের দিকে। জানি ঐ খানে নতুন কোনো খাবার আছে। গত রাতে তারে কিছু না আনতে বলেছিলাম। এটা বলার মানে অনেকটা আনতে বলা। দেবদূতী কেক বিশেষজ্ঞ।

ভ্রমণ মানে কি আসলে?? নিজেদের মধ্যে ভ্রমণ করা। সোনারগা টা দেইখা টাসকি খাইছি। রিপেয়ারিংয়ের নামে ঐতিহ্যের নাম নিশানা মুছে ফেলা হচ্ছে। একবিংশ শতাব্দীর কাজকাম। বেশী দেরির না।

ছিপাছোপার ভেতর ঢুইকা শুভরে ব্ল্যকমেলিং করি। কেক চিবুতে থাকি। অর্ধেক খাওয়ার পর সাদিক কয় বাকীটা লাঞ্চের পর খাবে। শুভ আর কেক তার ব্যাগের ভেতর ঢুকায় না। ফলে সারা পথ জুড়ে সেটা বয়ে বেড়াতে হয় আমাকে।

তার অবশ্যই এটার ফল ও পাইছে। কারণ খাদকের কাছে কখনোই খাদ্য জিম্মার রাখতে নাই। সো বুঝতে ই পারছেন। শুভ আর সাদিক শেষে আমারে ধাওয়া করসে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।