আমাদের কথা খুঁজে নিন

   

ব্রিটেনের ৫০ ভাগ কৃষ্ণাঙ্গ তরুণ বেকার

দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক অর্থনৈতিক মন্দার ফলে ব্রিটেনে শ্বেতাঙ্গদের তুলনায় কৃষ্ণাঙ্গরা বেশি চাকরি হারিয়েছে। ফলে দেশটির কৃষ্ণাঙ্গ তরুণদের অর্ধেকের বেশি বেকার হয়ে পড়েছে। ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান দফতর বা ওএনএসের অপ্রকাশিত পরিসংখ্যানের ভিত্তিতে দৈনিক গার্ডিয়ান এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, গত বছর ৫৫ দশমিক ৯ শতাংশ কৃষ্ণাঙ্গ তরুণ বেকার থাকলেও শ্বেতাঙ্গ তরুণদের মধ্যে বেকারত্বের হার ছিল মাত্র ২৩ দশমিক ৯ শতাংশ। ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান দফতরের ২০০৬ থেকে ২০১১ সালের পরিসংখ্যান দেখা গেছে, ২০০৮ সালে দেশটিতে ১৭ শতাংশ শ্বেতাঙ্গ তরুণ বেকার থাকলেও একই সময় কৃষ্ণাঙ্গ তরুণদের মধ্যে বেকারত্বের হার ছিল ২৮ দশমিক ৮ শতাংশ। এশীয়, মিশ্র, শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর ওপর এ পরিসংখ্যান চালানো হয়। তথ্যসূত্র- Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.