গর্জে ওঠার এইতো সময়.... তিতাস বাচাও, দেশ বাচাও
ব্রিটেন থেকে প্রকাশিত প্রভাবশালী দৈনিক 'দ্য টাইমস' পত্রিকায় আগামীকাল সোমবার সোয়া কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ নিয়ে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করাচ্ছে সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অণুবিভাগের মহাপরিচালক শামীম আহসান গতকাল বিকেলে বাংলানিউজকে ক্রোড়পত্র প্রকাশের তারিখ নিশ্চিত করেন। তিনি বলেন, '১৯ ডিসেম্বরের সংখ্যায় ক্রোড়পত্রটি প্রকাশিত হবে বলে দ্য টাইমসের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। ' পত্রিকাটির প্রচার সংখ্যা ১৮ লাখ। পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্র জানায়, ছয় পাতার ওই ক্রোড়পত্রটি প্রকাশের জন্য সরকারের খরচ হচ্ছে প্রায় সোয়া কোটি টাকা মূল্যমানের দেড় লাখ আমেরিকান ডলার।
স্বাধীনতার ৪০ বছরে বাংলাদেশের অর্জন তথা মহাজোট সরকারের গৃহীত বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে ওই ক্রোড়পত্রে কয়েকটি নিবন্ধ থাকবে। টাইমসের লন্ডন অফিস থেকে গত মাসে প্রতিনিধি পাঠিয়ে ক্রোড়পত্রের জন্য সাক্ষাৎকার ও তথ্য সংগ্রহ করা হয়েছে।
ঢাকায় তারা অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীসহ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাক্ষাৎকার নেয়। এ ছাড়া সাফল্যের সংবাদের জন্য ব্র্যাক ও রহিমআফরোজের ওপর বিবরণ প্রকাশ করা হবে।
লন্ডনের একটি মিডিয়া এজেন্সির মাধ্যমে সরকার ওই ক্রোড়পত্রটি প্রকাশ করাচ্ছে।
সূত্র :
কালের কণ্ঠ ডেস্ক ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।