আমাদের কথা খুঁজে নিন

   

ব্লাইন্ড ডায়নামিক

I like to hear complain from my readers about my lacks.............................................আমি এক পরী যার ডানাও নেই, আকর্ষনও নেই ''পৃথিবীটা কেন অসুন্দর, তোমার পেছনে সে বহুদুর। কল্পনা আমাকে নিয়ে করে হাসাহাসি, বলে, আমি নাকি তোমাকে ভালোবাসি?'' পড়তে থাকল মায়া। ''অদ্ভুত সে,'' ভাবনা এলো মনে। ''দেখেছি তোমার শব্দ, মনের রাস্তায়, স্তব্দ পৃথিবীর কোলাহল ভেদ করে। রুপালী আকাশ দেখা যার দুরভাগ্যেও নেই, সে কিনা আজ তোমাকে ভালবাসতে উদ্যত! মায়া নাকি জাল বুনে, মনের অন্তরালে, সে কি শুধুই প্রয়োজনে, নাকি অন্যথাও হয়? স্পর্শ কিন্তু সেই জালকে, করতে পারে, ছিন্ন, বিদির্ন, কিংবা তাতে নতুনের অভ্যুদয়! হাসির শব্দ নাকি মনের ভাব বলে, চোখের ইশারাও তার কাছে পরাজিত।

সেই দুচোখ বন্ধ করে, একটি বার, ভাবতে পারো, ''কেউ তোমাকে ভালোবাসতো?'' ''হয়ত পারি,'' ভাবল মায়া, কিন্তু মনে অনেক প্রশ্ন একসাথে হানা দিচ্ছে কেন? যেদিন প্রথম শুনেছিলাম তোমার পদশব্দ! অন্তিম বিশ্ব, খুলেছিল দ্বার নিস্তব্দ! ''এতটা অবাক হচ্ছি কেনো, এত শুধুই কবিতা,'' ভাবনাগুলোকে অন্যদিকে সরিয়ে দিতে চাইলো সে, নাকি দুরভাবনাগুলোকে? এর পরের অংশটুকু পড়ার আগেই ফোনটা বাজলো, মিষ্টি সুরে। অচেনা নম্বর থেকে ফোন আসলে মায়া ধরেনা, কিন্তু আজ তার খেয়াল নেই কোথাও। ''হ্যালো'' মায়া বলল ''আমার কথা ভাবছিলে কিনা জানিনা, কিন্তু আমি তোমার কথা ভাবছিলাম। '' ওপাশ থেকে তরুনকন্ঠে কেউ বলল। কন্ঠটা চেনা মনে হচ্ছে, মনে করতে পারছিলোনা মায়া কার কন্ঠ হতে পারে।

''আপনি কি আমাকে চিনেন?'' সে জানতে চাইলো। ''আমার কন্ঠ চিনতে পারছনা তুমি?'' আহত স্বরে বলল কেউ। ''চেনাটা কি খুব জরুরি?'' বিরক্ত হচ্ছিল মায়া। ''না, আসলো যাদের পঞ্চইন্দ্রিয়ের অভাব নেই, তাদের কাছে পঞ্চইন্দ্রিয়ের মুল্যও একপ্রকার নেই!'' উত্তর আসলো। ''কি বলতে চান?'' অবাক গলায় বলল মায়া।

''বলতে চাই তুমি কারো কন্ঠ শুনে কখনও চিনতে পারোনা, কেননা তোমাকে কখন কারো কন্ঠ স্পর্শ করেনি আবেগে। '' মৃদু হাসির শব্দে শোনা গেলো। ''আপনাকে করেছে?'' পাল্টা প্রশ্ন করল মায়া। ''করেছে!'' দৃড় উত্তর আসলো। ''কেনো, আপনি না বললেন, 'যাদের পঞ্চইন্দ্রিয়ের অভাব নেই, তাদের কাছে পঞ্চইন্দ্রিয়ের মুল্যও একপ্রকার নেই,' তা আপনি কি তাদের চেয়ে আলাদা?'' প্রশ্নটা যেন অনেকক্ষন ধরেই ঘুরছিলো মনে মায়ার, করে সে হাসলো।

''আমাদের ভিন্নতার শুরুও কিন্তু এখানেই হয়, হ্যা, আমি আলাদা!'' বলল কেউ। ''ঠিক কিভাবে?'' জানতে চাইলো মায়া। ''যার দৃষ্টি জুড়ে অন্ধকার থাকে, তাকে কি বলে ডাকো তুমি?'' প্রশ্নটা যেন আচমকা আসলো মায়ার প্রতি। ''আমি দুঃখিত'' মায়া বলল, কিছুটা কোমল স্বরে। ''তাই, কিন্তু কি ডাকো তাতো বললে না?'' হাসির শব্দ আসছিলো ওপাশ থেকে।

''কখন ভাবিনি, কিন্তু আপনাকে যদি ডাকতে হয়...'' শেষ করত পারলো না মায়া, ভাবনায় ডুবে গেলো একপ্রকার। ''হুমম, ভাবো, হয়ত অনিন্দ্যসাধারন কিংবা শুভ কিছু পেয়ে যাবে!'' উত্তরটা আসলো। কিন্তু উত্তরটা কাপিয়ে দিলো মায়ার মন, নাহ, একটা শব্দ ঐ উত্তরে, খুব চেনা! (চলবে) উৎসর্গ করলাম আমার চেনা, আপনাদের অচেনা এক বন্ধুকে। তার নামটা নাহয় নাই শুনলেন! ''ভালো থাকুন'' ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।