আমাদের কথা খুঁজে নিন

   

ব্লাইন্ড ডেট

আমি কি হনুরে... ৩ ... ;)

আমাদের এক বন্ধু আছে যাকে আমরা পাগলা বলে ডাকি। এত বয়স হল এখনো পাগলামি কমে নাই। স্কুল লাইফে কোন বন্ধুর সাথে ঝগড়া হলে ঝগড়ার এক পর্যায়ে কথা নাই বার্তা নাই প্যান্টের চেন ধরে টান দিয়ে খুলে ফেলত। অবশ্য পরবর্তীতে আমরা সতর্ক হয়ে গ্যাছিলাম, তাই বিশেষ সুবিধা করতে পারতনা । এই ঘটনা আমরা যখন কলেজে পড়ি তখনকার।

আমরা সবাই তখন নতুন নতুন ইন্টারনেট ব্যবহার করি। নেট থেকে কে কতজন মেয়ের মেসেঞ্জার আইডি যোগাড় করে বন্ধুত্ব করতে পারে, এই নিয়ে তুমুল প্রতিযোগিতা চলছে । তো আমাদের পাগলা তার পাগলামি টাইপ কথা বার্তার জন্য মোটেই জমাতে পারছেনা, মনে খুবই দু:খ। আমাদের মধ্যে থেকে তখন আরেকটা ছেলে মেয়ে সেজে তাকে এ্যাড করল । পাগলা তো মহাখুশি, প্রতিদিন চ্যাট করে মনের ভাব উজাড় করে আর আমরা পরের দিন ঐ চ্যাট লগ নিয়ে হাসাহাসি করি (অবশ্যই ওর পিছনে)।

প্রতিদিনই জিজ্ঞেস করি যে ওর গার্লফ্রেন্ডের কি খবর আর সে আমাদের সাথে মহা ভাব নেয় যে চাইলেই প্রেম হয়ে যাবে,তাও তারা সময় নিচ্ছে, আফটার অল সারা জীবনের ব্যাপার!! আমরাও সিরিয়াস মুখ করে মাথা নাড়ি । বেশ কিছুদিন যাবার পর পাগলা এবার দেখা করতে চায়। আমাদের ছদ্মবেশী ফ্রেন্ড প্রথমেই মানা করে দেয়। কিন্তু পাগলাও নাছোড়বান্দা, কিছুতেই মানবেনা, খুবই সিরিয়াস। এখন আমরাও আর সত্যি কথা বলার সাহস পাচ্ছিনা ।

তো সবাই মিলে ঠিক করলাম যে একটা জায়গায় ওকে আসতে বলব কিন্তু কেউ যাবনা, ও অপেক্ষা করে চলে আসবে, তারপর ওকে বলব যে "ফালতু মেয়ে, তোকে হুদাই ঘুরাইসে, ভুলে যা"-- এইসব ভুজুং ভাজুং। যেহেতু ব্লাইন্ড ডেট, কেউ কাউকে দেখেনি তো ঠিক করা হল যে মেয়েটা সাদা রঙের ড্রেস পরে আসবে। ডেটের আগের দিন পাগলা আমাদের ২ জনকে বলল যে ও কিছুটা নার্ভাস ফিল করছে, তাই আমরা যেন ওর সাথে যাই। গিয়ে নাহ্য় অন্য টেবিলে বসে থাকব। ওর সাথে এত বড় একটা মিথ্যা খেলা খেলছি, আমাদেরও একটু খারাপ লাগছিল।

দু:খ পেয়ে একা একা কি না কি করে বসবে এই ভেবে আমরা রাজী হয়ে গেলাম। ডেটের দিন আমরা তিন জন নির্দিষ্ট ফুড কোর্টে অপেক্ষা করছি। পাগলা খুবই নার্ভাস, একটু পর পর আমাদের দিকে তাকাচ্ছে। আমরাও জবাবে মুচকি হাসি দেয়ার চেষ্টা করছি আর সময় গুনছি কতক্ষনে ও হাল ছাড়বে । কিন্তু এর কিছুক্ষণ পর যা ঘটল তা আমার সারাজীবন মনে থাকবে।

(চলবে...)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।