আমাদের কথা খুঁজে নিন

   

ব্লাইন্ড ডেট [শেষ পর্ব]

আমি কি হনুরে... ৩ ... ;)

এই ব্লগের আগের পর্ব পড়ার জন্য এখানে যান: Click This Link .................................................................................................. ডেটের দিন আমরা তিন জন নির্দিষ্ট ফুড কোর্টে অপেক্ষা করছি। পাগলা খুবই নার্ভাস, একটু পর পর আমাদের দিকে তাকাচ্ছে। আমরাও জবাবে মুচকি হাসি দেয়ার চেষ্টা করছি আর সময় গুনছি কতক্ষনে ও হাল ছাড়বে মিনিট পাঁচেক পর ১ টা আমাদের বয়সী মেয়ে সাথে আরেকটা মেয়েকে নিয়ে ঢুকল, সম্ভবত: ২ বান্ধবী। মেয়েটা দেখতে সুন্দরী। পাগলা তো খুবই খুশি, কিন্তু আমরা ভয় পেয়ে গেলাম, কারণ মেয়েটা একটা সাদা ড্রেস পড়ে এসেছে ।

পাগলা আমাদের দিকে তাকিয়ে বিজয়ের হাসি দিচ্ছে "দেখসোস্ কি সুন্দরী!! কইসিলাম না ?? আমি জানতাম !! " আর ইশারায় জানতে চাচ্ছে যে গিয়ে কথা বলবে কিনা। আমি অন্যজনকে প্রস্তাব দিলাম, "চল্ ফুটি"। ও রাজি হলনা, বলল "শেষ দেখে যাব, দেখি কি হয়। " ও পাগলাকে ইশারা দিল যে এগিয়ে যা। পাগলা পানি খেল, একবার উঠতে গিয়ে আবার বসে পড়ল।

কিছুক্ষণ কি জানি চিন্তাও করল, দোয়া-দরূদ পড়েছে কিনা জানিনা । অবশেষে উঠে ঐ টেবিলের দিকে আগাতে শুরু করল। এদিকে আমরা ২ বন্ধু দম বন্ধ করে বসে আছি, আমার খালি মনে হচ্ছিল ব্যাটা ২/১ টা থাবড়া না খায় !! পাগলা মোটামুটি পৌঁছে গ্যাছে, এসময় মেয়েটা হঠাৎ কিভাবে যেন গড়িয়ে চেয়ার থেকে পড়ে গেল!!!! আমার চেহারার কি অবস্থা হয়েছিল জানিনা, পাগলাকে দেখে মনে হল কারেন্ট শক খেয়েছে। কোনমতে সামলে ১৮০ ডিগ্রী ঘুরে আমাদের কাছে চলে আসল। দূর থেকে দেখে শুনে যা বুঝলাম মেয়েটার মৃগী রোগ টাইপ একটা কিছু আছে।

পাগলাকে বললাম "আরো থাকতে চাস্??" ও কিছু না বলে উঠে পড়ল, সাথে আমরাও। পাগলাকে বিষন্ন দেখাচ্ছিল। সান্ত্বনা দিলাম "ভাল হইসে আগেই জানতে পারলি, মেয়ে তো কোনদিন বলতনা। চিন্তা কইরা দ্যাখ বিয়ার পর জানলে কত সমস্যা হইত!! মনে কর বাসর রাতে রুমে ঢুকলি আর মেয়ে সাথে সাথে কাইত!!" পাগলা বলল "হুমমম... আমারো না একটু সন্দেহ সন্দেহ লাগসিল, কয়দিনের পরিচয়েই দেখা করতে চায়!! " (ও আমাদেরকে বলেছিল যে মেয়ে ওর সাথে দেখা করার জন্য অস্থির হয়ে গ্যাছে ) বললাম "যাক সব ভাল যার শেষ ভাল, তোর জন্যও আমাদের জন্যও"। বলেই বুঝলাম বেফাঁস কথা বলে ফেলেছি, ৩য় বন্ধু আমার দিকে কটমট করে তাকিয়ে কথা অন্যদিকে ঘুরিয়ে ফেলল।

আমিও হাঁফ ছেড়ে বাঁচলাম। পরিশিষ্ট: ওকে আমরা এখনো বলিনি আসলে কি হয়েছিল । পাগলা এখনো সিঙ্গেল, এখনো পাগলামি করে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত সে বিবাহ করতে ইচ্ছুক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।