আমাদের কথা খুঁজে নিন

   

মিশন পসিবল- ২ (একজন বৃদ্ধা মা'কে বাচাতেঁ)

এই বৃদ্ধা মা'কে(রেজিয়া খাতুন, পিরিজপুর, বাজিতপুর।) বাচাতেঁ আমরা প্রথম আমাদের প্রথম বার রক্তদাতা আব্দুল কাইয়ূম কে ডেকে নিয়ে আসি পঞ্চবটি থেকে, যার রক্তের গ্রুপ বি পজেটিভ। তার তাড়াহূড়ার কারনে আমরা তার রক্তের HbsAg পরীক্ষা না করেই তার শরীর থেকে রক্ত ড্র করে নিয়েছি। কিন্তু পরে তার রক্তে HbsAg জীবানু পাওয়া গেছে। তাই তার দান করা রক্তের ব্যাগটি সরাসরি ফেলে দিতে হয়। পরে আমাদের আরেকজন প্রথমবার রক্তদাতা আমিনুল ইসলাম কে ডেকে নিয়ে আসি ঘোড়াকান্দা থেকে। ইনশাল্লাহ, পরে তার রক্ত দিয়ে আমরা এই মা'কে বাচাতেঁ পেরেছি। আপনারা কখনো HbsAg test না করে রক্ত নিবেন না কারো কাছ থেকে, এবং এই টেস্ট না করে কাউকে রক্ত দিবেন না।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।