আমি লেখালেখির লাইনে একদম নতন। আমার বন্ধু জুনের উৎসাহতেই প্রকৃত অর্থে এখানে আসা। অতএব, ছোটো খাটো ভুলগুলো মার্জনার সাথে দেখার জন্য সকলের প্রতি রইলো অনুরোধ। হরেক রকম পোশাক পরে গেদু মামা গাড়ী চড়ে গোঁফ জোড়া তার নাক জুড়ে একটু হাসি আছেই মুখে, গেদু মামা যায় ঘুরে গাড়ী চড়ে ব্যারাকপুরে সেথায় মামা ছবি আঁকে চৌরাস্তার একটু বাঁকে। হদ্দি কালের গদ্দি টাকে গেদু মামা দিচ্ছে রোদে ছাড়পোকার হাজার ডিমে চিম্টে গন্ধ করছে ওতে, দুপুর রোদের বেজায় তাপে ছাড়পোকার বংশ মরে তাইনা দেখে মামা মোদের ফেটে পড়েন হাঁসির চোটে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।