আমাদের কথা খুঁজে নিন

   

কার্ল মার্ক্সের "বিচ্ছিন্নতাবাদ"

স্মৃতিগুলো একপাল কুকুরের মত খিঁচিয়ে ধাড়ালো দাঁত মনের পেছনে করে তাড়া The Idea Of Alienation: প্রত্যেকটি ধর্ম, সমাজ ও রাজনৈতিক তত্ত্বের সাথে বিচ্ছিন্নতাবোধের ঐতিহাসিক যুক্ততা দেখা যায়। বিচ্ছিন্নতাবোধটি এমন যে- পূর্বে মানুষ এক ছিল, পরে তাদের মধ্যে বিচ্ছিন্নতা তৈরী হয়, আর ভবিষ্যতে এই বিচ্ছিন্নতা দূর হবে। কার্ল মার্ক্স ও মানুষের এই বিচ্ছিন্নতা (alienation) সম্পর্কে সচেতন ছিলেন। তার মতে মানুষের দুই ধরণের বিচ্ছিন্নতাবোধ তৈরী হয়। যথাঃ 1. Product alienation 2. Self alienation 1. Product alienation: আবার ৪ ধরণের হয়।

যথাঃ a) The Work Alienation: শ্রমিকরা তাদের উৎপাদিত পণ্য থেকে পৃথক হয়ে যায়। পুঁজিবাদ এর প্রভাব এর জন্য দায়ি। যেমনঃ কোন গাড়ি কারখানার শ্রমিকের আর্থিক সামর্থ থাকে না তারই উৎপাদিত গাড়ি কেনার। b) Alienation From Other: উৎপাদনের উপর নিয়ন্ত্রন না রাখার জন্য এই alienation হয়। মানুষ অন্যের থেকে আলাদা হয়ে যায়।

c) Alienation From Nature: মানুষ প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মানুষ ভুলে যায় যে সে ব্যক্তিকেন্দ্রিক না, সবার সাথেই তার একধরণের সম্পর্ক আছে। d) The Alienation From Species Being: পুঁজিবাদে শ্রম বাধ্য করে করানো হয়। অর্থাৎ ব্যাক্তির ইচ্ছা থাকুক বা নাই থাকুক তাকে শ্রম দিতে হবে। শ্রমের বিভাজনের মাধ্যমে পুঁজিবাদ এই বিচ্ছিন্নতা (alienation) তৈরী করে।

ফলে মানুষ নিজ প্রজাতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। মানুষ ক্রমান্বয়ে মেশিনে পরিণত হচ্ছে। 2. Self Alienation: মানুষ নিজেই নিজের থেকে বিচ্ছিন্ন হয়। ধর্ম এতে ভূমিকা রাখে। মানুষ ইহজগতের সাথে সাথে পরজগত বা মৃত্যু পরবর্তী জগতের স্বপ্ন দেখে।

মার্ক্সের মতে ধর্ম দুটি জিনিস করে। যথাঃ ১। ধর্ম মানুষকে মিথ্যা আশা দেয় এবং সব ভুলে থাকতে সাহায্য করে। ২। ধর্ম একধরণের মতাদর্শ যা আর্থ-সামাজিক বাস্তবতাকে বুঝতে দেয় না।

মার্ক্স মনে করতেন বিচ্ছিন্নতার (Alienation) বিভিন্ন ধরণগুলো একে অন্যের সাথে যুক্ত। এই Alienation এর ফলে একধরণের মিথ্যা সচেতনতা সৃষ্টি হয়। মানুষের জীবনে একধরণের সচেতনতা থাকে কিন্তু ভুল পথ বা নিজের উদ্দেশ্যে অনেক সময় “মিথ্যা সচেতনতা” তৈরী হয়। এই সচেতনতা জীবনকে নির্ধারণ করে না, জীবনই তা নির্ধারণ করে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.